০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০২:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ১৫ দেখেছেন

বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট, চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল আলম।

প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে দেশের কয়েকটি জেলা ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। এর প্রভাব পড়েছে রেললাইনেও। ফেনী থেকে ফাজিলপুর স্টেশন পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। বেশ কয়েকটি রেলসেতুও পানির নিচে চলে গেছে।

পানির তোড়ে কুমিল্লায় এক জায়গায় রেললাইন উপড়ে গেছে এবং বেশকিছু জায়গায় লাইনের থেকে পাথর ও মাটি সরে গেছে। এমন অবস্থার মধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যায় ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় দুটি ট্রেনই ফেনী থেকে আবার ফিরে গেছে। ভারী বর্ষণের প্রভাব পড়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেল চলাচলে। রেললাইনের ওপর পাহাড়ধস হওয়ায় এই রুটেও ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া আরও কয়েকটি লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহ রুটে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, বন্যার পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় ট্রেন চালানো খুবই বিপজ্জনক। ‘তাই যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে,’ যোগ করেন তিনি।

যুদ্ধ ও সংঘাতে মানুষের অধিকার খর্ব হচ্ছে : ড. মুহাম্মদ ইউনূস

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০২:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট, চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল আলম।

প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে দেশের কয়েকটি জেলা ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। এর প্রভাব পড়েছে রেললাইনেও। ফেনী থেকে ফাজিলপুর স্টেশন পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। বেশ কয়েকটি রেলসেতুও পানির নিচে চলে গেছে।

পানির তোড়ে কুমিল্লায় এক জায়গায় রেললাইন উপড়ে গেছে এবং বেশকিছু জায়গায় লাইনের থেকে পাথর ও মাটি সরে গেছে। এমন অবস্থার মধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যায় ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় দুটি ট্রেনই ফেনী থেকে আবার ফিরে গেছে। ভারী বর্ষণের প্রভাব পড়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেল চলাচলে। রেললাইনের ওপর পাহাড়ধস হওয়ায় এই রুটেও ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া আরও কয়েকটি লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহ রুটে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, বন্যার পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় ট্রেন চালানো খুবই বিপজ্জনক। ‘তাই যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে,’ যোগ করেন তিনি।