ইসরাইলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০৪:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৩০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া এই হামলায় আরও অন্তত ৯৩ হাজার ১৪৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে, জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তার মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তির চুক্তি এখন দৃশ্যমান হতে চলেছে। সবারই উচিত এই সময়ে ধৈর্য্য ধারণ করা।
উল্লেখ্য, গত ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।