বর্তমান কোচ থাকলে জাতীয় দলে খেলবেন না তিনি
- আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের গোলপোস্ট সামলানোর দায়িত্বটা থিবো কোর্তোয়ার কাঁধেই। সর্বশেষ মৌসুমে হাঁটুর চোটে অনেকটা সময় বাইরে থাকলেও ঠিকই ফিরেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। মাদ্রিদও জিতে নিয়েছে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
চোট কাটিয়ে ফেরার পরেও বেলজিয়ামের সর্বশেষ ইউরো দলে ছিলেন না ৩২ বছর বয়সী এ গোলকিপার। মূলত গত বছর দলটির কোচ ডমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে বেলজিয়াম দল থেকে বাদ পড়েন কোর্তোয়া। এবার মাদ্রিদ গোলকিপার জানিয়েছেন, তেদেস্কোর অধীনে জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন কোর্তোয়া।
ইনস্টাগ্রাম পোস্টে কোর্তোয়া লিখেছেন, ‘জাতীয় দলের জার্সি পরার সম্মানটা পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সেটা ১০০ বারের বেশি পরতে পারব, তা আমার দূরতম কল্পনায়ও ছিল না। দুর্ভাগ্যজনকভাবে কোচের সঙ্গে কিছু ঘটনা এবং সেসবের প্রতিফলন দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি তার অধীনে বেলজিয়াম জাতীয় দলে ফিরব না। এ বিষয়ে আমি নিজের দিক থেকে দায়দায়িত্ব নিচ্ছি। যদিও তার ওপর আমার আস্থার অভাব ও আন্তরিকতা বজায় রাখার পথে কোনো অসুবিধা তৈরি করবে না।’
কোর্তোয়ার এ সিদ্ধান্ত মেনে নিয়েছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ), পাশাপাশি তাঁর এমন সিদ্ধান্তের যৌক্তিকতাও আরবিএফএ মেনে নিয়েছে বলে জানিয়েছেন কোর্তোয়া। মাদ্রিদ গোলকিপার আরও লিখেছেন, ‘কিছু সমর্থককে হতাশ করার জন্য আমি অনুতপ্ত। কিন্তু বেলজিয়ামের জন্য এটাই সেরা সিদ্ধান্ত বলে মনে করি। এতে একটি বিতর্কের অবসান হয় এবং দলও নিজেদের লক্ষ্যে মনোযোগী হতে পারে। আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’
সর্বশেষ ইউরোতে কোর্তোয়ার জায়গায় বেলজিয়ামের গোলকিপার সামলান কোয়েন কাস্তেলস। অবশ্য বেলজিয়াম খুব বেশিদূর যেতে পারেনি। ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলোতেই বিদায় নিয়েছে তেদেস্কোর দল।