বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি
- আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
বন্যার্ত মানুষের জন্য আজও গণ ত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে সকাল ৮টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরেরর মানুষ।
শুকনো খাবার, সুপেয় পানি, স্যালাইন, শিশু খাদ্য, লাইফ জ্যাকেটসহ নানা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গণত্রাণ সংগ্রহে জমা দিচ্ছেন তারা। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম তরান্বিত করতে স্পিডবোট মালিক ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা।
দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চলমান বন্যায় আক্রান্ত মানুষকে সহযোগিতা করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র-টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সকাল আটটা থেকে নিজের সামর্থ্য অনুয়ায়ি বন্যার্তদের সহায়তা করতে ত্রাণ সামগ্রী নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।
কোন কোন সংগঠন নিজ উদ্যোগে ত্রাণসামগ্রী সংগ্রহ করে পৌছে দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে।
টিএসসির হল রুমে রাখা হচ্ছে সংগ্রহ করা ত্রাণ সামগ্রী। ত্রাণ দাতাদের শিশু খাদ্য, পোশাক, সেনিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ও ফিটকিরিসহ অতি প্রয়োজনীয় সামগ্রীর প্রতি খেয়াল রাখার আহ্বান জানান তারা।
পরিস্থিতি অনুযায়ি যতদিন প্রয়োজন হবে ত্রাণ সামগ্রী সংগ্রহ কার্যক্রম চলবে জানিয়ে, দুর্যোগ উত্তরণে সরকারের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহবান জানান শির্ক্ষাথীরা।
পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেয়ায় ভারতের সমালোচনা করে আন্তর্জাতিক আইনে এই সমস্যা সমাধানের দাবি জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করা।