শত্রুতা ও ষড়যন্ত্র করে বাঁধ কেটে দিয়ে ভারত দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
এ্যানী বলেন, ‘এটা কোনো স্বাভাবিক বৃষ্টির পানি বা প্রাকৃতিক দুর্যোগ না, ভারত সরকার বাঁধ কেটে দিয়ে পানি ছেড়ে দিয়েছে। যার কারণে সারাদেশের মানুষ এখন ভুক্তভোগী। ভারত সরকার শুত্রুতামূলক ও ষড়যন্ত্র করে এই বাধঁ কেটে দিয়ে দেশের মানুষের ওপর অত্যাচার ও নির্যাতনে নেমেছে। এটা কোনো ভাবে মেনে নেওয়া হবেনা। এর প্রতিবাদ করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করা হবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বর্তমানে মানুষের যে অসহায়ত্ব তা আর কখনো দেখা যায়নি। এই জীবনে এই পরিস্থিতি ও এতো পানি এর আগে কখন দেখিনি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিবে বিএনপি। এছাড়া সরকারি ত্রাণ সামগ্রী যেন প্রত্যেক মানুষ পায়, সেজন্য অন্তর্বর্তী সকারের কাছে অনুরোধ রইলো।’ অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে বলে নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ভবানীগঞ্জ, কুশাখালী, মান্দারী, চন্দ্রগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।