সিনেমায় অভিনয় করতে আপত্তি নেই দ্রাবিড়ের
- আপডেট সময় : ০৩:৫৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। অনবদ্য ব্যাটিংয়ের কারণে একটা সময় ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামেও পরিচিতি পেয়ে যান। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি রাহুল দ্রাবিড়। অবশ্য কোচ হিসেবে সে আক্ষেপ ঘুচিয়েছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জিতিয়েই ডাগ আউট ছেড়েছেন তিনি।
খেলোয়াড়ি জীবন ও কোচিং ক্যারিয়ারে তাঁর কৌশল, ইতিবাচক মানসিকতা, ড্রেসিংরুম আগলে রাখার ক্ষমতার জন্য সমর্থক ও ক্রিকেট বিশেষজ্ঞদের মন জয় করেছেন দ্রাবিড়। সম্প্রতি সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডসে উপস্থিত হয়েছিলেন ভারতের সাবেক কোচ। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, ভবিষ্যতে দ্রাবিড়ের আত্মজীবনী নিয়ে বলিউডে সিনেমা হলে সেখানে অভিনয় করবেন কিনা। এমন প্রশ্নের জবাবে দ্রাবিড় জানিয়েছেন, টাকার অঙ্কটা বেশি হলে অভিনয় করতে আপত্তি নেই তাঁর।
দ্রাবিড়ের ভাষায়, ‘টাকার অঙ্কটা ভালো হলে আমি এ (নাম) ভূমিকায় আমি অভিনয় করব।’
ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে সে যাত্রায় স্বপ্নভঙ্গ হয়। অবশেষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আইসিসি টুর্নামেন্টে দীর্ঘ ১১ বছরের শিরোপা খরা ঘোচে দক্ষিণ এশিয়ার দেশটির।
এ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, ‘সত্যি বলতে আমি আলাদা কিছু করতে চাইনি। আমার মনে হয়, ওয়ানডে বিশ্বকাপটা আমাদের দারুণ কেটেছে। আগে আমরা যে শক্তি আর উৎসাহ নিয়ে এগিয়েছি, সেই একইভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল দলের। এরপর আমরা ভাগ্যের সামান্য ছোঁয়া পাওয়ার আশায় ছিলাম। আমরা টানা ১০ ম্যাচ যেভাবে আধিপত্য দেখিয়ে জিতেছি, আমাদের প্রস্তুতি, পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল বলে মনে হয় না।’