সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার তৎপরতায় চলছে উদ্ধার অভিযান
- আপডেট সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
সেনা ও নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার তৎপরতায় চলছে বানভাসীদের উদ্ধার অভিযান। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণও চলছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন এবং অনেকে ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের উদ্ধার ও তাদের মাঝে ত্রাণ বিতরণের কাজ করছে।
বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী,লক্ষ্মীপুর, নোয়াখালী,ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, সিলেট,মৌলভীবাজার, হবিগঞ্জ,খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকা । এসব জেলার বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দি।
বন্যা কবলিত এসব মানুষদের উদ্ধারে সেনা, নৌ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যার্তদের উদ্ধারে স্পিড বোট ও হেলিকপ্টার নিয়ে কাজ করছে সেনা বাহিনীর সদস্যরা। বন্যা কবলিত এলাকায়বিজিবির সদস্যরাও আছে ত্রাণ বিতরণও উদ্ধার তৎপরতায়।
বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় রয়েছে নৌ বাহিনীর সদস্যরাও। দূর্গত এলাকায় আটকা পড়াদের কন্ট্রলরুমে যোগাযোগের আহবান জানিয়েছে নৌ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল গঠন করা হয়েছে।
বানভাসীদের উদ্ধারে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দূর্গতদের জরুরি সহযোগিতার জন্য স্পিডবোট নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে তারা। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও স্পিড বোট ও ট্রলার নিয়ে বন্যা কবলিত মানুষদের উদ্ধার তৎপরতা চলছে।