ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ৩৬৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু করেছে। স্থানীয় ৫০২টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ৭৬ হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নোয়াখালীতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আজ (২৪ আগস্ট) শনিবার থেকেই নোয়াখালীতে বৃষ্টি কমে যাওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে খুব ধীর গতিতে নামছে পানি। অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় বন্যা পরিস্থিতি দেখেন ও বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া লোকজনের সাথে কথা বলেন।

এখনও নোয়াখালী জেলার ৮টি উপজেলায় পানিবন্দী আছেন প্রায় কয়েক লাখ মানুষ। এরমধ্যে ৫০২টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৬ হাজার বন্যা কবলিত মানুষ। জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বিভিন্ন আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা লোকজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আশ্রয় নেওয়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে।

আশ্রয় কেন্দ্রে আসার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই গত তিনদিন আগ থেকে আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন। প্রতিটি বাসা বাড়িতে ৪ থেকে ৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। সবকিছুর আগে জীবন বাঁচাতে তারা আশ্রয় কেন্দ্রে এসেছেন।

বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ৪ হাজার ৬৮৬ হেক্টর আমনের বীজতলা, আবাদকৃত আমনের ক্ষতি হয়েছে ২৬ হাজার ৯শত হেক্টর। এছাড়া আবাদকৃত আউশের ক্ষেত নিমজ্জিত হয়েছে প্রায় ৫ হাজার ৩৭৭ হেক্টর।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা আসিফ

আপডেট সময় : ০১:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু করেছে। স্থানীয় ৫০২টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ৭৬ হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নোয়াখালীতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আজ (২৪ আগস্ট) শনিবার থেকেই নোয়াখালীতে বৃষ্টি কমে যাওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে খুব ধীর গতিতে নামছে পানি। অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় বন্যা পরিস্থিতি দেখেন ও বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া লোকজনের সাথে কথা বলেন।

এখনও নোয়াখালী জেলার ৮টি উপজেলায় পানিবন্দী আছেন প্রায় কয়েক লাখ মানুষ। এরমধ্যে ৫০২টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৬ হাজার বন্যা কবলিত মানুষ। জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বিভিন্ন আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা লোকজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আশ্রয় নেওয়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে।

আশ্রয় কেন্দ্রে আসার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই গত তিনদিন আগ থেকে আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন। প্রতিটি বাসা বাড়িতে ৪ থেকে ৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। সবকিছুর আগে জীবন বাঁচাতে তারা আশ্রয় কেন্দ্রে এসেছেন।

বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ৪ হাজার ৬৮৬ হেক্টর আমনের বীজতলা, আবাদকৃত আমনের ক্ষতি হয়েছে ২৬ হাজার ৯শত হেক্টর। এছাড়া আবাদকৃত আউশের ক্ষেত নিমজ্জিত হয়েছে প্রায় ৫ হাজার ৩৭৭ হেক্টর।