ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুরান ঝড়ে রেকর্ড গড়ে জয় ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে জয়ের পর গতকাল শুক্রবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ ওভার শেষে প্রোটিয়াদের স্কোরবোর্ডে ৫ উইকেটে ৪২ রান। সেখান থেকে ত্রিস্তান স্তাবসের ৭৬ (৪২ বলে) ও প্যাট্রিক ক্রুগের ৪৪ রানে ভর করে ১৭৪ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

এ স্টেডিয়ামে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই। জিততে হলে রান তাড়ার নতুন রেকর্ডই গড়তে হতো উইন্ডিজকে। তখন মনে হয়েছিল, ম্যাচটা জিততেও পারে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ম্যাচটাকে একপেশে বানিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। সেটাও ইনিংসের ১৩ বল হাতে রেখে।

উইন্ডিজের রেকর্ড গড়া জয়ের কারিগর নিকোলাস পুরাস। মাত্র ২৬ বলে ২ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৬৫ রানের টর্নোডে ইনিংস খেলেছেন বাঁহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যান।

গতকাল অবশ্য ম্যাচের শুরুতে বাগড়া দিয়েছিল বৃষ্টি। প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়ার বৃষ্টির মতো উইকেট পড়তে থাকে দক্ষিণ আফ্রিকার। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় দলটি। দুই ওপেনার রিজা হেনড্রিকস ও রায়ান রিকেলটন দুজনেই ৪ রান করে আউট হয়েছেন। তিনে নেমে মার্করাম ২ চার ও ১ ছক্কায় ঝড়ের আভাস দিলেও থিতু হতে পারেননি। ম্যাথু ফোর্ডের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ১০ বলে ১৪ রান করেই।

ডুসেন (৫) ও দোনোভানও (৮) উইকেটে এসেছেন আর গেছেন। ৪২ রানে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন রীতিমতো ধুঁকছে। তবে স্তাবস-ক্রুগারের ষষ্ঠ উইকেট জুটির ৫০ বলে ৭১ রানে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ক্রুগার ৪৪ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান স্তাবস।

ইনিংসের এক বল বাকি থাকতে স্তাবস যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ৪২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৬ রান। দক্ষিণ আফ্রিকাও ১৭০ পেরিয়ে গেছে।

রান তাড়ায় উইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন উইন্ডিজের দুই ওপেনার অ্যালিক আথানেজ ও শাই হোপ। দুজনের উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৮৪ রান পায় স্বাগতিকরা। আথানেজ ৪০ রান করে আউট হলে উইকেটে আসেন পুরান। উইকেটে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তিনি।

অন্য প্রান্তে হোপ (৩৬ বলে ৫১ রান) ও রোভমান পাওয়েল (১৫ বলে ৭ রান) করে আউট হলেও পুরান ঝড় চলতেই থাকে। মাত্র ২০ বলেই ফিফটির দেখা পেয়ে যান পুরান। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাঁহাতি এ ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি। এর মধ্যে নান্দ্রে বার্গারের করা ইনিংসের ১২তম ওভারে পুরান একই চারটি ছক্কা মেরেছেন।

ফিফটি করেই অবশ্য থেমে যাননি পুরান, একবারে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন বিধ্বংসী এ ব্যাটসম্যান। আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।

নিউজটি শেয়ার করুন

পুরান ঝড়ে রেকর্ড গড়ে জয় ওয়েস্ট ইন্ডিজের

আপডেট সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে জয়ের পর গতকাল শুক্রবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ ওভার শেষে প্রোটিয়াদের স্কোরবোর্ডে ৫ উইকেটে ৪২ রান। সেখান থেকে ত্রিস্তান স্তাবসের ৭৬ (৪২ বলে) ও প্যাট্রিক ক্রুগের ৪৪ রানে ভর করে ১৭৪ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

এ স্টেডিয়ামে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই। জিততে হলে রান তাড়ার নতুন রেকর্ডই গড়তে হতো উইন্ডিজকে। তখন মনে হয়েছিল, ম্যাচটা জিততেও পারে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ম্যাচটাকে একপেশে বানিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। সেটাও ইনিংসের ১৩ বল হাতে রেখে।

উইন্ডিজের রেকর্ড গড়া জয়ের কারিগর নিকোলাস পুরাস। মাত্র ২৬ বলে ২ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৬৫ রানের টর্নোডে ইনিংস খেলেছেন বাঁহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যান।

গতকাল অবশ্য ম্যাচের শুরুতে বাগড়া দিয়েছিল বৃষ্টি। প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়ার বৃষ্টির মতো উইকেট পড়তে থাকে দক্ষিণ আফ্রিকার। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় দলটি। দুই ওপেনার রিজা হেনড্রিকস ও রায়ান রিকেলটন দুজনেই ৪ রান করে আউট হয়েছেন। তিনে নেমে মার্করাম ২ চার ও ১ ছক্কায় ঝড়ের আভাস দিলেও থিতু হতে পারেননি। ম্যাথু ফোর্ডের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ১০ বলে ১৪ রান করেই।

ডুসেন (৫) ও দোনোভানও (৮) উইকেটে এসেছেন আর গেছেন। ৪২ রানে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন রীতিমতো ধুঁকছে। তবে স্তাবস-ক্রুগারের ষষ্ঠ উইকেট জুটির ৫০ বলে ৭১ রানে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ক্রুগার ৪৪ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান স্তাবস।

ইনিংসের এক বল বাকি থাকতে স্তাবস যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ৪২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৬ রান। দক্ষিণ আফ্রিকাও ১৭০ পেরিয়ে গেছে।

রান তাড়ায় উইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন উইন্ডিজের দুই ওপেনার অ্যালিক আথানেজ ও শাই হোপ। দুজনের উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৮৪ রান পায় স্বাগতিকরা। আথানেজ ৪০ রান করে আউট হলে উইকেটে আসেন পুরান। উইকেটে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তিনি।

অন্য প্রান্তে হোপ (৩৬ বলে ৫১ রান) ও রোভমান পাওয়েল (১৫ বলে ৭ রান) করে আউট হলেও পুরান ঝড় চলতেই থাকে। মাত্র ২০ বলেই ফিফটির দেখা পেয়ে যান পুরান। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাঁহাতি এ ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি। এর মধ্যে নান্দ্রে বার্গারের করা ইনিংসের ১২তম ওভারে পুরান একই চারটি ছক্কা মেরেছেন।

ফিফটি করেই অবশ্য থেমে যাননি পুরান, একবারে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন বিধ্বংসী এ ব্যাটসম্যান। আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।