যাদের নির্দেশে হত্যাযজ্ঞ, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান: ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০১:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব পুলিশ সদস্যের নির্দেশে হত্যাযজ্ঞ হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মাইনুল হাসান।
আজ (শনিবার, ২৪ আগস্ট) গণমাধ্যমের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ কথা জানান।
কমিশনার বলেন, ‘যে-সব পুলিশের নির্দেশে হত্যাযজ্ঞ হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে।’
মাইনুল হাসান বলেন, ‘বিগত সময় কিছু অপেশাদার ও উচ্চ বিলাসী পুলিশ এই বাহিনীকে বিপর্যয়ে ফেলে দিয়েছিলো।’ এছাড়াও সারাদেশে যেসব মামলা হচ্ছে সেখানে আসামীরা দোষী প্রমাণ হলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানান ডিএমপির কমিশনার।
এছাড়াও ঢাকার ট্রাফিক উন্নয়নের পাশাপাশি পুলিশদের পাবলিক বুলিং থেকে সুরক্ষিত রাখতে সেক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপির নবনিযুক্ত এ কমিশনার।