লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করল লেভারকুসেন
- আপডেট সময় : ০১:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
বরুশিয়া পার্কে গতকাল শুক্রবার রাতে বৃষ্টির দাপট ছিল প্রবল। তারপরও ম’গ্লাডবাখ-লেভারকুসেন ম্যাচের উত্তাপ কমল না একটুও। সর্বশেষ মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর গতকাল নতুন মৌসুমে বুন্দেসলিগায় প্রথমবার খেলতে নেমেছিল লেভারকুসেন।
প্রতিপক্ষের মাঠে গিয়েও শুরুটা দারুণ হয়েছিল শাবি আলোনসোর শিষ্যদের। গ্রেনিত সাকা ও ফ্লোরিয়ান ভিরৎজর গোলে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছিল লেভারকুসেন। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে ২-২ গোলে সমতায় ফেরে ম’গ্লাডবাখ। যোগ করা সময় দেওয়া হয় ১০ মিনিট। ম্যাচের উত্তেজনার পারদ তখন চরমে।
যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় লেভারকুসেন। সেখানেও আরেকদফা নাটক। ১০১ মিনিটে নেওয়া ভিরৎজর পেনাল্টি ঠেকিয়ে দেন ম’গ্লাডবাখ গোলকিপার জোনাস ওমলিন। তবে ফিরতি বল পেয়ে গোল করে স্বাগতিক ম’গ্লাডবাখ সমর্থকদের স্তব্ধ করে দেন ভিরৎজ। ৩-২ গোলের স্বস্তির জয়ে পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট নিয়েই লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করল লেভারকুসেন।
ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয়, যেন আগের মৌসুমের গল্প দিয়েই নতুন মৌসুম শুরু করল লেভারকুসেন। তবে দলটির কোচ শাবি জানিয়েছেন, শেষ সময়ে গোল করতে তিনি প্রভাবিত করেন না, বরং দলের মানসিকতাই ওমন হয়েছে।
ম্যাচ শেষে লেভারকুসেন কোচ শাবি বলেছেন, ‘বুন্দেসলিগার প্রথম ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে অনেক নাটকীয়তা হয়েছে। শেষ দিকটা ছিল আবেগমাখা। আমরা আজ নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। কিছু কিছু জায়গায় ওরাই নিয়ন্ত্রণ করেছে। আমাদের এ জায়গা গুলোর উন্নতি করতে হবে। আমাদের আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।’
সর্বশেষ মৌসুমেও ম্যাচের শেষ দিকে গোল করে ম্যাচে ফিরে আসাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল আলোনসোর দল। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচেও সে ঘটনার পুনরাবৃত্তি। এ প্রসঙ্গে লেভারকুসেন কোচ বলেছেন, ‘আমরা কেন শেষ মুহূর্তে গোল পাচ্ছি, এটা ব্যাখ্যা করা কঠিন। আমরা এমনটা অনুশীলনও করি না। এমনকি আমিও ওদের শেষ মুহূর্তে এটা করতে প্রভাবিত করি না। দলের মানসিকতাটাই আসলে ওমন হয়েছে।’