ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আনিসুল–সালমান–জিয়া ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ৩৬৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাঁদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

এছাড়া রাজধানীর নিউমার্কেট থানায় সবুজ আলি হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে ৫ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার ৮ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এবার রিমান্ড আবেদন করা মামলার অভিযযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।

অন্যদিকে বাড্ডা থানার সুমন হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দিপু মণির ৪ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। ভাটারা থানার সোহাগ হত্যা মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য আ স ম ফিরোজ রশিদকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আনিসুল–সালমান–জিয়া ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় : ১১:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাঁদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

এছাড়া রাজধানীর নিউমার্কেট থানায় সবুজ আলি হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে ৫ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার ৮ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এবার রিমান্ড আবেদন করা মামলার অভিযযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।

অন্যদিকে বাড্ডা থানার সুমন হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দিপু মণির ৪ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। ভাটারা থানার সোহাগ হত্যা মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য আ স ম ফিরোজ রশিদকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।