গাজা যুদ্ধবিরতির নিয়ে আলোচনায় ‘অগ্রগতি হয়েছে’ : হোয়াইট হাউস
- আপডেট সময় : ০৩:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
গাজা যুদ্ধবিরতির নিয়ে কায়রো আলোচনার অগ্রগতি হয়েছে। এই আলোচনায় ইসরায়েল এবং হামাসকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউস নিশ্চিত করেছে, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং সিনিয়র কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক পর্যায়ে শুরু হওয়া আলোচনায় অংশ গ্রহণ করেন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘এই আলোচনায় অগ্রগতি হয়েছে। আমাদের এখন উভয় পক্ষের একত্রিত হওয়া এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের ব্যাপারে কাজ করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘গত রাতে আমরা কায়রোতে যে প্রাথমিক আলোচনায় বসেছিলাম তা গঠনমূলক ছিল। তাই আমরা আগামী কয়েকদিন ধরে এখানে একই ধরনের আলোচনার গতি অব্যাহত রাখতে চাই।’
কিরবি বলেছেন, কূটনৈতিক তৎপরতা ‘প্রায় ভেঙ্গে পড়েছিল’ এমন প্রতিবেদনগুলো সঠিক ছিল না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেছেন এবং বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১০ মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত নিরসনে এবং যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মার্কিন প্রস্তাবের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।