ভোট নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান মির্জা ফখরুলের
- আপডেট সময় : ০৩:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। মজলুম জননেতা মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক প্রখ্যাত রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী জননেতা কাজী জাফর আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র-জনতার আন্দোলনের সুফল পাওয়া যাবে না। আগামীর পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার করারও আহবান জানান ফখরুল।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে নতুন সরকারের সাথে কোনো এজেন্ডাভিত্তিক আলোচনা হয়নি বলে জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত এই সরকারকে জানতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই অন্তর্বর্তী সরকারের মতবিনিময় করতে হবে। প্রতি বিপ্লব যাতে না ঘটে সেদিকে দেশবাসী ও নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানান।
শেখ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন দপ্তরে রয়েছে বলে জানান মির্জা ফখরুল। বলেন, এই দোসরদের কারণে যেন কোনো প্রতিবিপ্লব না ঘটে সেদিকেও ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে নজর রাখতে হবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ ১০ জেলায় বন্যায় ইতিমধ্যে কয়েকজন নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মানুষের ঘর-বাড়ি পানিতে ভেসে গেছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। এসময় নেতাকর্মীদের তাদের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।
ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, অধ্যাপক মাহব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, জেএসডির শহীদ উদ্দীন মাহমুদ স্বপন প্রমুখ।