সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর ৬ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ১০:০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ আগস্ট) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন শুনানি শেষে ছয়দিনের মঞ্জুর করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, গত ২০ আগস্ট নিহতের খালা রিনা খান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় গ্রেপ্তারকৃত গোলাম দস্তগীর গাজীকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলায় উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটলে সেই সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় আনন্দ মিছিল বের হয়। তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ছেলের নির্দেশে মামলার অন্য আসামিরা চনপাড়ায় ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয় শিক্ষার্থী রোমান মিয়া। পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোমান মিয়া চনপাড়ার নব কিশালয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।