ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘ভারতের দায়িত্বশীলতার অভাবে দেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দায়িত্বশীলতার অভাবে দেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রোববার (২৫শে আগস্ট) সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বৃষ্টি হয়েছে অনেক। তবে পানিটা এসেছে ভারতের ত্রিপুরা থেকে। ভারত বাধ খুলে দিয়েছে। কিন্তু বাধ খোলার আগে জানায়নি।’

এ সময় মির্জা ফখরুল বলেন, ভারত অভিন্ন নদীর পানিকে বাংলাদেশের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করে এদেশকে কাবু করে রাখার জন্য।

তিনি আরো অভিযোগ করেন, পরাজিত স্বৈরাচার শেখ হাসিনা নতুন এক বাংলাদেশ তৈরির সুযোগকে নস্যাত করার চেষ্টা করছেন।

দুর্নীতি, লুটপাট, ভিন্নমতকে দমন করার করার কারণে শেখ হাসিনার এই পরিণতি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের ৯৯ ভাগ মানুষের কাছে শেখ হাসিনা এখন একজন ধিকৃত ব্যাক্তি।

তিনি বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কাজ সংষ্কার শেষ করে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। যৌক্তিক সময়ের মধ্যে প্রশাসন ও নির্বাচন কমিশনে সংস্কার করে নির্বাচন দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, এটা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না।নতুন নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার গঠনের সুযোগ দিতে হবে।

সংস্কার করে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আলোচনার উদ্যোগ নিতে হবে। বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে, সেগুলোকে নজর দিতে হবে।

এদিকে সংক্ষিপ্ত সফরে আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট আসেন বিএনপি মহাসচিব। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন তিনি।

সিলেট সফরে এসে প্রথমেই শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। পরে শাহপরান মাজারে যান মির্জা ফখরুল। পরে বেলা ৩টায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব। এসময় জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘ভারতের দায়িত্বশীলতার অভাবে দেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে’

আপডেট সময় : ০৯:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

ভারতের দায়িত্বশীলতার অভাবে দেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রোববার (২৫শে আগস্ট) সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বৃষ্টি হয়েছে অনেক। তবে পানিটা এসেছে ভারতের ত্রিপুরা থেকে। ভারত বাধ খুলে দিয়েছে। কিন্তু বাধ খোলার আগে জানায়নি।’

এ সময় মির্জা ফখরুল বলেন, ভারত অভিন্ন নদীর পানিকে বাংলাদেশের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করে এদেশকে কাবু করে রাখার জন্য।

তিনি আরো অভিযোগ করেন, পরাজিত স্বৈরাচার শেখ হাসিনা নতুন এক বাংলাদেশ তৈরির সুযোগকে নস্যাত করার চেষ্টা করছেন।

দুর্নীতি, লুটপাট, ভিন্নমতকে দমন করার করার কারণে শেখ হাসিনার এই পরিণতি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের ৯৯ ভাগ মানুষের কাছে শেখ হাসিনা এখন একজন ধিকৃত ব্যাক্তি।

তিনি বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কাজ সংষ্কার শেষ করে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। যৌক্তিক সময়ের মধ্যে প্রশাসন ও নির্বাচন কমিশনে সংস্কার করে নির্বাচন দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, এটা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না।নতুন নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার গঠনের সুযোগ দিতে হবে।

সংস্কার করে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আলোচনার উদ্যোগ নিতে হবে। বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে, সেগুলোকে নজর দিতে হবে।

এদিকে সংক্ষিপ্ত সফরে আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট আসেন বিএনপি মহাসচিব। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন তিনি।

সিলেট সফরে এসে প্রথমেই শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। পরে শাহপরান মাজারে যান মির্জা ফখরুল। পরে বেলা ৩টায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব। এসময় জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।