সর্বশেষ ইউরোতে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের হারের পর প্রশ্নটা জোরেশোরেই উঠেছিল- ক্রিস্টিয়ানো রোনালদো অবসর নেবেন কবে? বয়স ৩৯ পেরিয়েছে, ফর্মটাও নেই আগের মতন, গতিও কমেছে। এরপরেও নামটা রোনালদো বলেই হয়তো পর্তুগিজ সমর্থকেরা ভরসা রেখেছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারের ওপর। কিন্তু ইউরোতে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রোনালদো। পুরো টুর্নামেন্ট ‘ওপেন প্লে’ থেকে কোনো গোলই করতে পারেননি তিনি।
চারদিকে যখন সমালোচনার ঝড় বইছিল, সে অবস্থাতেও রোনালদো জানিয়েছিলেন, জাতীয় দলের হয়ে খেলে যেতে চান তিনি। আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে ২০২৫ উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের লড়াই। এ প্রতিযোগিতার জন্য ৩৯ বছর বয়সী রোনালদোকে নিয়েই দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবের্তো মার্তিনেস।
দলে জায়গা পাওয়ার পর আবারও অবসর নিয়ে নিয়ে কথা বলেছেন রোনালদো। নতুন কথা আর বললেন কোথায়? পর্তুগিজ চ্যানেল এনওডব্লিউয়ে গিয়ে পুরোনো বুলিই আবার নতুন করে আউড়েছেন সাবেক রেয়াল মাদ্রিদ তারকা। জানিয়েছেন, জাতীয় দল থেকে অবসরের খবর আগে কাউকেই জানাবেন না তিনি।
রোনালদোর ভাষায়, ‘জাতীয় দল থেকে কবে অবসর নেব, এটা আগে কাউকেই বলব না। এটা হবে আমার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। চিন্তা-ভাবনা করেই নিতে হবে। এ মুহূর্তে আমার চাওয়া, আসন্ন ম্যাচগুলোতে জাতীয় দলকে সাহায্য করা। আমাদের সামনে নেশনস লিগ আছে এবং আমি সেখানে সত্যিই খেলতে চাই।’
খেলোয়াড়ি জীবনে অবসরের পর রোনালদো কোচিংয়ে যাবেন, প্রায়ই এমন গুঞ্জন শোনা যায়। তবে সে গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ নাম্বার সেভেন, ‘প্রথম সারির বা কোনো দলের কোচ হওয়ার ভাবনা এই মুহূর্তে আমার নেই। এমনকি এটা ভাবনাতেও কখনও আসে না। এটা নিয়ে আমি কখনো ভাবিওনি। সেখানে (কোচিং) আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। আমি নিজেকে ফুটবলের বাইরে অন্য কিছু করতে দেখছি। কিন্তু ভবিষ্যতে কী হবে, সেটা একমাত্র ঈশ্বরই ভালো জানেন।’