পাচারের টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সহযোগিতা করবে: সারাহ কুক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
পাচারের টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক উন্নয়ন করতে দেশটি কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
আজ (মঙ্গলবার, ২৭ আগস্ট) সকালে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন সারাহ কুক।
মঙ্গলবার সকালে পরিকল্পনা কমিশনে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
এসময় পোশাক শিল্পের জন্য ব্যবসার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায় যুক্তরাজ্য। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের উন্নয়ন খাতে সহযোগিতা থাকবে দেশটির। ইউরোপে এবং ইউকেতে বাংলাদেশের গার্মেন্টসের বড় একটা মার্কেট আছে তবে তার জন্যে আমাদের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ লাগবে।