ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক রেয়াল মাদ্রিদ তারকা আবার ফিরেছেন মাদ্রিদে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / ৩৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়স ৩৩ হয়ে গেছে, তবে হামেস রদ্রিগেস পাদপ্রদীপের আড়ালে চলে গিয়েছিলেন আরও বছর তিনেক আগ থেকেই। সেই হামেস রদ্রিগেস আবার মাদ্রিদে ফিরেছেন। তবে রেয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদে নয়, তাঁকে স্প্যানিশ লিগে ফিরিয়েছে মাদ্রিদেরই পুঁচকে ক্লাব রায়ো ভায়েকানো।

দলবদলে কোনো অর্থ খরচ করতে হয়নি ক্লাবটিকে। গতকাল ‘ফ্রি এজেন্ট’ রদ্রিগেসকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রায়ো। এই বছরটি রায়োর ইতিহাসে ১০০তম, তার শুরুতে দারুণ এক সংযোজনই হলো দলে। আপাতত রদ্রিগেসের সঙ্গে রায়োর চুক্তি এক মৌসুমের, তবে দুই পক্ষ সম্মত থাকলে মেয়াদটা আরেক মৌসুম বাড়িয়ে নেওয়ার শর্ত রাখা আছে চুক্তিতে।

২০১৪ বিশ্বকাপ রাঙিয়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া কলম্বিয়ান প্লেমেকার ২০২১ সালে এভারটন ছেড়ে যোগ দিয়েছিলেন কাতারের আল-রাইয়ানে। সেখান থেকে অলিম্পিয়াকোস ঘুরে ব্রাজিলের সাও পাওলোতে গিয়েছিলেন, কিন্তু কোথাও নিজেকে খুঁজে পাননি। ব্রাজিলিয়ান ক্লাবটিতে তো খেলার সুযোগই পাননি সেভাবে।

তবে সর্বশেষ কোপা আমেরিকায় আবার হামেস রদ্রিগেস দেখা দিয়েছেন পুরোনো ছন্দে। কলম্বিয়া শেষ পর্যন্ত ফাইনালে উঠে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও পুরো টুর্নামেন্টে লিওনেল মেসিকেও ছাপিয়ে যান রদ্রিগেস। কোপা আমেরিকার ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ অ্যাসিস্ট করা (একটি গোলও করেছেন), কলম্বিয়ার যত আক্রমণের প্রাণ হয়ে থাকা রদ্রিগেস শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হয়েছেন।

এক জয় ও এক ড্র দিয়ে এবারের লা লিগা শুরু করেছে গত মৌসুমে ১৭তম হয়ে লিগ শেষ করা রায়ো ভায়েকানো। বাংলাদেশ সময় আজ রাত ১টা ৩০ মিনিটে লিগের তৃতীয় ম্যাচে নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে নামবে তারা।

এর আগে রেয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ লিগ রাঙিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা রদ্রিগেস। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মাদ্রিদের কূলীনদের হয়ে ১২৫টি ম্যাচ খেলেছিলেন, এর মধ্যে অবশ্য ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত টানা দুই মৌসুম ধারে খেলেছিলেন বায়ার্ন মিউনিখে। ২০২০ সালে যান সে সময়ে কার্লো আনচেলত্তির অধীন এভারটনে।

নিউজটি শেয়ার করুন

সাবেক রেয়াল মাদ্রিদ তারকা আবার ফিরেছেন মাদ্রিদে

আপডেট সময় : ০৪:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

বয়স ৩৩ হয়ে গেছে, তবে হামেস রদ্রিগেস পাদপ্রদীপের আড়ালে চলে গিয়েছিলেন আরও বছর তিনেক আগ থেকেই। সেই হামেস রদ্রিগেস আবার মাদ্রিদে ফিরেছেন। তবে রেয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদে নয়, তাঁকে স্প্যানিশ লিগে ফিরিয়েছে মাদ্রিদেরই পুঁচকে ক্লাব রায়ো ভায়েকানো।

দলবদলে কোনো অর্থ খরচ করতে হয়নি ক্লাবটিকে। গতকাল ‘ফ্রি এজেন্ট’ রদ্রিগেসকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রায়ো। এই বছরটি রায়োর ইতিহাসে ১০০তম, তার শুরুতে দারুণ এক সংযোজনই হলো দলে। আপাতত রদ্রিগেসের সঙ্গে রায়োর চুক্তি এক মৌসুমের, তবে দুই পক্ষ সম্মত থাকলে মেয়াদটা আরেক মৌসুম বাড়িয়ে নেওয়ার শর্ত রাখা আছে চুক্তিতে।

২০১৪ বিশ্বকাপ রাঙিয়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া কলম্বিয়ান প্লেমেকার ২০২১ সালে এভারটন ছেড়ে যোগ দিয়েছিলেন কাতারের আল-রাইয়ানে। সেখান থেকে অলিম্পিয়াকোস ঘুরে ব্রাজিলের সাও পাওলোতে গিয়েছিলেন, কিন্তু কোথাও নিজেকে খুঁজে পাননি। ব্রাজিলিয়ান ক্লাবটিতে তো খেলার সুযোগই পাননি সেভাবে।

তবে সর্বশেষ কোপা আমেরিকায় আবার হামেস রদ্রিগেস দেখা দিয়েছেন পুরোনো ছন্দে। কলম্বিয়া শেষ পর্যন্ত ফাইনালে উঠে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও পুরো টুর্নামেন্টে লিওনেল মেসিকেও ছাপিয়ে যান রদ্রিগেস। কোপা আমেরিকার ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ অ্যাসিস্ট করা (একটি গোলও করেছেন), কলম্বিয়ার যত আক্রমণের প্রাণ হয়ে থাকা রদ্রিগেস শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হয়েছেন।

এক জয় ও এক ড্র দিয়ে এবারের লা লিগা শুরু করেছে গত মৌসুমে ১৭তম হয়ে লিগ শেষ করা রায়ো ভায়েকানো। বাংলাদেশ সময় আজ রাত ১টা ৩০ মিনিটে লিগের তৃতীয় ম্যাচে নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে নামবে তারা।

এর আগে রেয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ লিগ রাঙিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা রদ্রিগেস। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মাদ্রিদের কূলীনদের হয়ে ১২৫টি ম্যাচ খেলেছিলেন, এর মধ্যে অবশ্য ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত টানা দুই মৌসুম ধারে খেলেছিলেন বায়ার্ন মিউনিখে। ২০২০ সালে যান সে সময়ে কার্লো আনচেলত্তির অধীন এভারটনে।