দ.আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ঝাল মেটাল উইন্ডিজ
- আপডেট সময় : ০১:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনাল-ফাইনালে ওঠার হাতছানি ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সামনে। তবে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্যারিবিয়ানদের। এবার বিশ্বকাপ শেষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিয়েছে রভম্যান পাওয়েলের দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল ত্রিনিদাদে সিরিজের শেষ ম্যাচে বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১১৬ রানের লক্ষ্য দেয়। জবাবে নিকোলাস পুরানরা ২২ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায়।
সিরিজ হারের পর হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শুরুতেই টস হেরে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। ১৩ ওভারের ম্যাচে ইনিংসের শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার ওপেনারদের। রানের গতি বাড়াতে ব্যর্থ হওয়া রিজা হেনড্রিক্স ইনিংসের পঞ্চম ওভারে ২০ বলে ৯ রান করে আকিল হোসেনের বলে ফেরেন।
প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তোলা দক্ষিণ আফ্রিকা শেষ দিকে ত্রিস্তান স্টাবসের ১২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে লড়াইয়ের সংগ্রহ পায়। অধিনায়ক এইডেন মার্করামের ১৫ বলে ২০ রান ও স্টাবসের ৪০ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ডিএলস নিয়মে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য পায় ১১৬ রানের।
১৩ ওভারে লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া বোলারদের ওপর ইনিংসের শুরুতেই চড়াও হয় উইন্ডিজ টপ অর্ডার। শাই হোপের ২৪ বলে ৪২, নিকোলাস পুরানের ১৩ বলে ৩৫ রানের ইনিংসে দশম ওভারেই ২২ বল আগে হেসেখেলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
তিন ম্যাচ সিরিজে ১৬৩ স্ট্রাইক রেটে ১৩৪ রান করে সিরিজসেরা হয়েছেন ওপেনার শাই হোপ।