ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিজেপির ডাকে পশ্চিমবঙ্গে বনধ কর্মসূচি, গ্রেপ্তার ২২০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে কমপক্ষে ২২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের বিরোধী দল বিজেপি’র ডাকে বুধবার চলছে ১২ ঘণ্টার বাংলা বনধ। তবে এই বনধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, সরকারি অফিস-আদালত খোলা থাকবে।

দোকানপাট ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যান চলাচলও স্বাভাবিক রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। এর আগে মঙ্গলবার রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কার্যালয় নবান্নের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের যাত্রা রূপ নেয় সহিংসতায়।

চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যায়বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ ওই বিক্ষোভের ডাক দেয়, যা পরবর্তীতে গড়ায় মমতার পদত্যাগের দাবিতে। এদিকে, বাংলা বনধ্ আর ছাত্র সমাজের আন্দোলন প্রত্যাখ্যান করেছেন আরজি কর হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা।

সহকর্মীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সকলের এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বুধবার আলাদা কর্মসূচি দিয়েছেন তারা। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছেন নিহতের মা-বাবাও।

নিউজটি শেয়ার করুন

বিজেপির ডাকে পশ্চিমবঙ্গে বনধ কর্মসূচি, গ্রেপ্তার ২২০

আপডেট সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে কমপক্ষে ২২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের বিরোধী দল বিজেপি’র ডাকে বুধবার চলছে ১২ ঘণ্টার বাংলা বনধ। তবে এই বনধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, সরকারি অফিস-আদালত খোলা থাকবে।

দোকানপাট ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যান চলাচলও স্বাভাবিক রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। এর আগে মঙ্গলবার রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কার্যালয় নবান্নের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের যাত্রা রূপ নেয় সহিংসতায়।

চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যায়বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ ওই বিক্ষোভের ডাক দেয়, যা পরবর্তীতে গড়ায় মমতার পদত্যাগের দাবিতে। এদিকে, বাংলা বনধ্ আর ছাত্র সমাজের আন্দোলন প্রত্যাখ্যান করেছেন আরজি কর হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা।

সহকর্মীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সকলের এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বুধবার আলাদা কর্মসূচি দিয়েছেন তারা। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছেন নিহতের মা-বাবাও।