র্যাঙ্কিয়ে ৭ ধাপ এগোলেন মুশফিক
- আপডেট সময় : ০৭:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছিলেন মুশফিকুর রহিম। ১৯১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। তার পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট র্যাঙ্কিং ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের অবস্থান এখন ১৭ নম্বরে। সেইসঙ্গে ক্যারিয়ারসেরা সর্বোচ্চ রেটিং পয়েন্ট (৬৪৮) অর্জন করেছেন তিনি।
আজ (২৮ আগস্ট) আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে এ তথ্য জানা গেছে।
আইসিসি টেস্ট র্যাঙ্কিং ব্যাটারদের তালিকায় এর আগেও একবার ১৭তম স্থানে উঠেছিলেন মুশফিক। এবার আরও একবার তিনি ১৭ নম্বরে উঠে এসেছেন। তবে এবার যে রেটিং পয়েন্ট তিনি অর্জন করেছেন, তা তাঁর ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৬ রান করা লিটন দুই ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় উঠে এসেছেন ২৭তম স্থানে।