অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক ও এই ম্যাচের অন্যতম গোলদাতা রাব্বি হোসেন রাহুল আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে ট্রফি উৎসর্গ করেছেন।
বুধবার (২৮ আগস্ট) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে মারুফুল হক বলেন, ‘আমাদের এই সাফল্য ও আমার এই অর্জন উৎসর্গ করতে চাই, যারা সাম্প্রতিক সময়ে আন্দোলনে মারা গেছেন।’ পরে দলের ফরোয়ার্ড রাহুলও কোচের মন্তব্যেরই পুনরাবৃত্তি করেছেন।
অন্যদিকে গোলদাতা মিরাজুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আজ নিজের জন্য খেলিনি, দেশের সবার জন্যই খেলেছি। নেপালও ভালো খেলেছে। আল্লাহ আমাদের সহায় হয়েছেন, আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’