ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রথমবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বুধবার (২৮ আগস্ট) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের প্রথমার্ধে নেপাল আধিপত্য বিস্তার করে খেলেছে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি।

নির্ধারিত ৪৫ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির বাাঁশির কিছু সময় আগে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। দুর্দান্ত এক ফ্রি-কিকে বাংলাদেশকে গোল এনে দেন মিরাজুল। বেশ দূর থেকে বাঁকানো শটে পরাস্ত করেন নেপালের গোলরক্ষককে। বল পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে নেপাল। বিশেষ করে মিরাজুল ইসলাম অপ্রতিরোধ্য ছিলেন। মিরাজের ম্যাজিকেই ফের এগিয়ে যায় বাংলাদেশ। এরপর, ৭১ মিনিটে ফের মিরাজুল ম্যাজিক। প্রায় একক নৈপুণ্যে নেপালের রক্ষণ ভেঙেচুরে পাস বাড়ান তিনি। বল দেন রবি হোসেন রাহুলকে। জালে বল জড়িয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশকে আনন্দে ভাসান রবি।

তবে ৮১ মিনিটে বাংলাদেশের রক্ষণ আর গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় স্বাগতিক নেপাল। এদিকে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটের দিকে এক হালি পূরণ করে বাংলাদেশ। রবি হোসেন দুর্দান্ত গতিতে ওপরে উঠে আসেন। নেপালের ডি-বক্সে ঢুকে পাস দেন ফাঁকায় থাকা পিয়াসকে। ব্যবধান বাড়ান পিয়াস।

নিউজটি শেয়ার করুন

প্রথমবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় : ০৭:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বুধবার (২৮ আগস্ট) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের প্রথমার্ধে নেপাল আধিপত্য বিস্তার করে খেলেছে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি।

নির্ধারিত ৪৫ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির বাাঁশির কিছু সময় আগে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। দুর্দান্ত এক ফ্রি-কিকে বাংলাদেশকে গোল এনে দেন মিরাজুল। বেশ দূর থেকে বাঁকানো শটে পরাস্ত করেন নেপালের গোলরক্ষককে। বল পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে নেপাল। বিশেষ করে মিরাজুল ইসলাম অপ্রতিরোধ্য ছিলেন। মিরাজের ম্যাজিকেই ফের এগিয়ে যায় বাংলাদেশ। এরপর, ৭১ মিনিটে ফের মিরাজুল ম্যাজিক। প্রায় একক নৈপুণ্যে নেপালের রক্ষণ ভেঙেচুরে পাস বাড়ান তিনি। বল দেন রবি হোসেন রাহুলকে। জালে বল জড়িয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশকে আনন্দে ভাসান রবি।

তবে ৮১ মিনিটে বাংলাদেশের রক্ষণ আর গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় স্বাগতিক নেপাল। এদিকে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটের দিকে এক হালি পূরণ করে বাংলাদেশ। রবি হোসেন দুর্দান্ত গতিতে ওপরে উঠে আসেন। নেপালের ডি-বক্সে ঢুকে পাস দেন ফাঁকায় থাকা পিয়াসকে। ব্যবধান বাড়ান পিয়াস।