ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাকিব আল হাসানের সম্পদ অনুসন্ধানে দুদককে আইনজীবীর চিঠি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি পাঠিয়েছেন এক আইনজীবী। আজ (বুধবার, ২৮ আগস্ট) মিলহানুর রহমান নাওমী নামের আইনজীবী দুদক চেয়ারম্যানের কাছে আবেদন করেন।

চিঠিতে বলা হয়, ভেঙে দেওয়া সংসদের সদস্য সাকিব আল হাসান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অপরাধ লব্ধ আয়’ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর মাধ্যমে ‘মানিলন্ডারিং’ এর অভিযোগ এনে অনুসন্ধান, তদন্ত ও মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

আইনজীবী মিলহানুর রহমান বলেন, ‘সাকিব আল হাসান অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত। তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। শেয়ার বাজার কেলেঙ্কারি ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত মর্মে সুনির্দিষ্ট অভিযোগ আছে।’

তিনি বলেন, ‘সাকিব নিজে দুর্নীতির করেই ক্ষান্ত নয়, সে তার পরিবারের সদস্যদের নামে ও বেনামে বহু প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতি করেছেন। তাকেও আইনের আওতায় আনতে হবে।’

সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশ দলের হয়ে সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। গত ৫ আগস্ট সরকার পতনের দিন ঢাকার আদাবরে গুলিবিদ্ধ হয়ে দুই দিন পর এক পোশাক কর্মী নিহতের ঘটনায় হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি হয়েছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

সাকিব আল হাসানের সম্পদ অনুসন্ধানে দুদককে আইনজীবীর চিঠি

আপডেট সময় : ১০:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি পাঠিয়েছেন এক আইনজীবী। আজ (বুধবার, ২৮ আগস্ট) মিলহানুর রহমান নাওমী নামের আইনজীবী দুদক চেয়ারম্যানের কাছে আবেদন করেন।

চিঠিতে বলা হয়, ভেঙে দেওয়া সংসদের সদস্য সাকিব আল হাসান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অপরাধ লব্ধ আয়’ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর মাধ্যমে ‘মানিলন্ডারিং’ এর অভিযোগ এনে অনুসন্ধান, তদন্ত ও মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

আইনজীবী মিলহানুর রহমান বলেন, ‘সাকিব আল হাসান অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত। তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। শেয়ার বাজার কেলেঙ্কারি ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত মর্মে সুনির্দিষ্ট অভিযোগ আছে।’

তিনি বলেন, ‘সাকিব নিজে দুর্নীতির করেই ক্ষান্ত নয়, সে তার পরিবারের সদস্যদের নামে ও বেনামে বহু প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতি করেছেন। তাকেও আইনের আওতায় আনতে হবে।’

সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশ দলের হয়ে সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। গত ৫ আগস্ট সরকার পতনের দিন ঢাকার আদাবরে গুলিবিদ্ধ হয়ে দুই দিন পর এক পোশাক কর্মী নিহতের ঘটনায় হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি হয়েছেন সাকিব।