ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৬ বছর আনসারদের দাবি কোথায় ছিল, প্রশ্ন ফারুকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৩৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সরকারের শাসনাধীন ১৬ বছর আনসারদের দাবি কোথায় ছিল — এমন প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, এতদিন কোনো কথা না বললেও নতুন সরকার গঠনের পর হঠাৎ করেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেদিন কার নেতৃত্বে গুলি করা হয়েছিল সেটি তদন্ত করে বের করতে হবে।

বুধবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ের নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার প্রতিবাদে প্রজন্ম একাডেমি অবস্থান কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে চেয়েছিল। এখন নিজেকেই সরে যেতে হয়েছে। তিনি এখন দেশ ছেড়ে ভারতে বন্দিদশায় রয়েছেন। শেখ হাসিনা সরকারের মত অহংকারী, স্বৈরাচারী ও অত্যাচারী সরকার এর আগে বাংলাদেশের ইতিহাসে আসেনি।

তিনি বলেন, যে ড. ইউনূস বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান উঁচু করে ধরেছিল তাকেও আপনি (শেখ হাসিনা) কারাগারে নেওয়ার ফন্দি করেছেন। মামলার বিচার চলার সময় তাকে যেন পায়ে হেঁটে চৌদ্দ তলায় ওঠতে হয় সেজন্য লিফট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বুড়ো মানুষকে পায়ে হেঁটে ১৪ তলার উপরে ওঠে হাজিরা দিতে হয়েছে। আজকে হাসিনা আপনি কোথায়? ড. ইউনূস এখন সরকার প্রধান। আর আপনি বসে আছেন হিন্দুস্তান। এটাই বিধির বিধান। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রীপুত্র জয়ের অর্থ পাচার নিয়ে কথা বলার কারণে ৬৪টি জেলায় আমার নামে ৬৪টি মামলা দেওয়া হয়েছিল। আর জয়কে ইউটিউবে বক্তৃতা দিতে হচ্ছে।

বর্তমানে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ এনে তিনি আরও বলেন, মাত্রই নতুন সরকারের জন্ম হয়েছে। এখনো নাড়ি শুকায়নি। আপনারা ধৈর্য ধারণ করুন। এখন অনেকেই দাবি নিয়ে আসছেন এতদিন তাদের দাবি কোথায় ছিল? সেই প্রশ্নের জবাব দিতে হবে। এমন অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সজাগ দৃষ্টি রাখা আহ্বানও জানান তিনি।

অবস্থান কর্মসূচিতে প্রজন্ম অ্যাকাডেমির সভাপতি কালাম ফয়েজীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

১৬ বছর আনসারদের দাবি কোথায় ছিল, প্রশ্ন ফারুকের

আপডেট সময় : ০৭:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

আওয়ামী লীগ সরকারের শাসনাধীন ১৬ বছর আনসারদের দাবি কোথায় ছিল — এমন প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, এতদিন কোনো কথা না বললেও নতুন সরকার গঠনের পর হঠাৎ করেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেদিন কার নেতৃত্বে গুলি করা হয়েছিল সেটি তদন্ত করে বের করতে হবে।

বুধবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ের নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার প্রতিবাদে প্রজন্ম একাডেমি অবস্থান কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে চেয়েছিল। এখন নিজেকেই সরে যেতে হয়েছে। তিনি এখন দেশ ছেড়ে ভারতে বন্দিদশায় রয়েছেন। শেখ হাসিনা সরকারের মত অহংকারী, স্বৈরাচারী ও অত্যাচারী সরকার এর আগে বাংলাদেশের ইতিহাসে আসেনি।

তিনি বলেন, যে ড. ইউনূস বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান উঁচু করে ধরেছিল তাকেও আপনি (শেখ হাসিনা) কারাগারে নেওয়ার ফন্দি করেছেন। মামলার বিচার চলার সময় তাকে যেন পায়ে হেঁটে চৌদ্দ তলায় ওঠতে হয় সেজন্য লিফট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বুড়ো মানুষকে পায়ে হেঁটে ১৪ তলার উপরে ওঠে হাজিরা দিতে হয়েছে। আজকে হাসিনা আপনি কোথায়? ড. ইউনূস এখন সরকার প্রধান। আর আপনি বসে আছেন হিন্দুস্তান। এটাই বিধির বিধান। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রীপুত্র জয়ের অর্থ পাচার নিয়ে কথা বলার কারণে ৬৪টি জেলায় আমার নামে ৬৪টি মামলা দেওয়া হয়েছিল। আর জয়কে ইউটিউবে বক্তৃতা দিতে হচ্ছে।

বর্তমানে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ এনে তিনি আরও বলেন, মাত্রই নতুন সরকারের জন্ম হয়েছে। এখনো নাড়ি শুকায়নি। আপনারা ধৈর্য ধারণ করুন। এখন অনেকেই দাবি নিয়ে আসছেন এতদিন তাদের দাবি কোথায় ছিল? সেই প্রশ্নের জবাব দিতে হবে। এমন অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সজাগ দৃষ্টি রাখা আহ্বানও জানান তিনি।

অবস্থান কর্মসূচিতে প্রজন্ম অ্যাকাডেমির সভাপতি কালাম ফয়েজীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।