ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / ৪০১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান থেকে বুধবার দিবাগত রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন।

র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় ২৭ আগস্ট টিপু মুনশি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়।

ওইদিন দুপুরে মিলনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে রংপুর কোতয়ালী মেট্রো থানার কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোতয়ালী থানাকে এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুরের এই মামলায় সাবেক এ বাণিজ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি ও মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশির ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একইসঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট স্থগিত করতে নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

আওয়ামী সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান থেকে বুধবার দিবাগত রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন।

র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় ২৭ আগস্ট টিপু মুনশি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়।

ওইদিন দুপুরে মিলনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে রংপুর কোতয়ালী মেট্রো থানার কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোতয়ালী থানাকে এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুরের এই মামলায় সাবেক এ বাণিজ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি ও মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশির ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একইসঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট স্থগিত করতে নির্দেশ দেয়।