বাংলাদেশের কাছে টেস্ট হারের ধাক্কাটা সামলাতেই পারছেন না পাকিস্তানের সাবেকরা। জেলখানায় বসে টুইট করছেন ইমরান খান। সাবেক পেসার আসিফ বলছেন, ২০২৬ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের কাছে হারবে পাকিস্তান। অন্য সাবেকরাও সমালোচনায় মেতেছেন নানাভাবে।
এদিকে আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলী বলছেন, মানসম্পন্ন ক্রিকেটার বাড়াতে ভারতের পরিকল্পনা অনুসরণ করতে।
বাংলাদেশের কাছে সিরিজের প্রথম ম্যাচ হারার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি বলেছেন, ক্রিকেটার পুল বাড়াতে তারা এখন থেকে নির্বাচকদের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবেন তারা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর পিসিবি একটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন করছে। এটা জেনে বিরক্তি প্রকাশ করেছেন বাসিত আলী।
ইউটিউবে সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘এই টেস্ট সিরিজের পর একটি ওয়ানডে টুর্নামেন্ট হবে যার নাম দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস কাপ। পাকিস্তান ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নকল করছে। ভারত তো আমাদের পাশে, তাদেরটা নকল করুন না।’
ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের একটু বুদ্ধিমান হতে বলছেন বাসিত, ‘নকল করার সময়ও বুদ্ধি খাটানো লাগে। দুলীপ ট্রফি শুরু হতে যাচ্ছে। এটা কি টি-টোয়েন্টি বা ওয়ানডে টুর্নামেন্ট? এটা চারদিনের ম্যাচের টুর্নামেন্ট। ওরা তাদের খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে নজর দিচ্ছে। এ কারণেই ওরা সফল।’
এখন পর্যন্ত কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ না জিতলেও দুবারই ফাইনালে উঠেছে ভারত। ওদিকে পাকিস্তান কখনো টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার সম্ভাবনাই জাগাতে পারেনি। ২০২১ সালের পর থেকে ঘরের মাঠে এখনো কোনো টেস্ট জেতেনি পাকিস্তান।