প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সিআইএসের জরুরি খাদ্য সামগ্রি হস্তান্তর

- আপডেট সময় : ০৭:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / ৪২৮ বার পড়া হয়েছে

কমিউনিটি ইনশিযি়টেভি সোসাইটি (সিআইএস) এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০,০০০ বন্যা দুর্গত মানুষের জন্য জরুরি খাদ্য সামগ্রি হস্তান্তর করেছে।
গতকাল বুধবার (২৮ আগস্ট) কমিউনিটি ইনশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০,০০০ বন্যার্ত মানুষের জন্য খাদ্য সামগ্রি হস্তান্তর করছে। খাবারের তালিকায় রয়েছে চাল, মসুর ডাল, লবণ, আলু, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, হলুদ, জিরা, মরিচের গুঁড়া এবং নিরাপদ পানি। পরবর্তিতে ১০,০০০ বন্যার্ত মানুষের মধ্যে এসব রান্না খাবার সরবরাহ করা হবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সিআইএস এর কার্যক্রম অব্যাহত থাকবে।
সাম্প্রতিক প্রবল বর্ষণ এবং ভারতের উজানের পানির স্রোতের ফলে বাংলাদেশের পুর্ব, দক্ষিণ-পুর্ব এবং উত্তর-পুর্ব জেলাগুলো আকস্মিক বন্যায় কবলিত হয়েছে। আকস্মিক বন্যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ এবং বাংলাদেশের ১১ টি জেলায় বন্যায় ক্ষতগ্রিস্ত ৫.৭ মিলিয়ন মানুষ। শুরু থেকেই কমিউনিটি ইনশিযি়টেভি সোসাইটি (সিআইএস) এবং এ-প্যাড বাংলাদশে সক্রিয়ভাবে বন্যা কবলিত এলাকায় জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পরপর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।