ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ মেঘালয়ে, শরীরে আঘাতের চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের একটি এলাকা থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধারা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মেঘলায় পুলিশ গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ বলছে, গত ২৬ আগস্ট মেঘালয় রাজ্যের পূর্ব জৈয়ন্তিয়া জেলার দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে আধাপচা অবস্থায় ইসহাক আলীর মরদেহ পাওয়া গেছে। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। তার সঙ্গে থাকা পাসপোর্ট থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে।

ইসহাক আলী শ্বাসকষ্টে মারা গেছেন উল্লেখ করে পুলিশ জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে, তিনি শ্বাসকষ্টের কারণে মারা গেছেন। মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইসহাক আলীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কপালে আঘাত এবং ক্ষত ছিল। জেলা পুলিশ সুপার গিরি প্রসাদ সাংবাদিকদের বলেছেন, পাসপোর্ট দেখে তার পরিচয় জানা গেছে। মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।

১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওইদিনই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে আত্মগোপনে যেতে থাকেন আওয়ামী লীগ ও সরকারের অনেকে।

নিউজটি শেয়ার করুন

ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ মেঘালয়ে, শরীরে আঘাতের চিহ্ন

আপডেট সময় : ০১:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের একটি এলাকা থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধারা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মেঘলায় পুলিশ গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ বলছে, গত ২৬ আগস্ট মেঘালয় রাজ্যের পূর্ব জৈয়ন্তিয়া জেলার দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে আধাপচা অবস্থায় ইসহাক আলীর মরদেহ পাওয়া গেছে। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। তার সঙ্গে থাকা পাসপোর্ট থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে।

ইসহাক আলী শ্বাসকষ্টে মারা গেছেন উল্লেখ করে পুলিশ জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে, তিনি শ্বাসকষ্টের কারণে মারা গেছেন। মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইসহাক আলীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কপালে আঘাত এবং ক্ষত ছিল। জেলা পুলিশ সুপার গিরি প্রসাদ সাংবাদিকদের বলেছেন, পাসপোর্ট দেখে তার পরিচয় জানা গেছে। মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।

১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওইদিনই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে আত্মগোপনে যেতে থাকেন আওয়ামী লীগ ও সরকারের অনেকে।