ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বৃষ্টিতে ভেসে গেল রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিনের খেলা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিরে ফিরে আসা বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের জেরে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সকালে সময়মতো টস হয়নি। দুপুর ১টার দিকে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দিনের পুরো খেলাই না হওয়ার সিদ্ধান্ত দেন আম্পায়াররা।

শুক্রবার প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বাগড়া দিয়ে বসে বৃষ্টি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল, দুপুর ১টা অবধি মাঠে গড়ানো সম্ভব হয়নি টসই। দুপুর ১টায় অফিসিয়াল পরিদর্শন হওয়ার কথা ছিল। তার আগে বৃষ্টি কিছুটা কমে। কিন্তু পরিদর্শন শেষে কোনো আশার খবর আসেনি। দিনেই খেলাই সম্ভব নয়, জানানো হয়।

রাওয়ালপিন্ডিতে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় টেস্টের মাঠের লড়াইয়ে নামার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলেছে টিম টাইগার্স। সিরিজে ১-০তে এগিয়ে আছে লাল-সবুজের দল।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই অবশ্য রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে শঙ্কার খবর ছিল। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ আর্দ্রতার কারণে এ তাপমাত্রা অনুভূত হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো। বিশেষ করে বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কার কথা জানিয়েছিল তারা।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টিতে ভেসে গেল রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিনের খেলা

আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

ফিরে ফিরে আসা বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের জেরে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সকালে সময়মতো টস হয়নি। দুপুর ১টার দিকে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দিনের পুরো খেলাই না হওয়ার সিদ্ধান্ত দেন আম্পায়াররা।

শুক্রবার প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বাগড়া দিয়ে বসে বৃষ্টি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল, দুপুর ১টা অবধি মাঠে গড়ানো সম্ভব হয়নি টসই। দুপুর ১টায় অফিসিয়াল পরিদর্শন হওয়ার কথা ছিল। তার আগে বৃষ্টি কিছুটা কমে। কিন্তু পরিদর্শন শেষে কোনো আশার খবর আসেনি। দিনেই খেলাই সম্ভব নয়, জানানো হয়।

রাওয়ালপিন্ডিতে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় টেস্টের মাঠের লড়াইয়ে নামার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলেছে টিম টাইগার্স। সিরিজে ১-০তে এগিয়ে আছে লাল-সবুজের দল।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই অবশ্য রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে শঙ্কার খবর ছিল। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ আর্দ্রতার কারণে এ তাপমাত্রা অনুভূত হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো। বিশেষ করে বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কার কথা জানিয়েছিল তারা।