ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্য ডন জানায়, আগামী অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই কো–অপারেশন অর্গারাইজেশনের (এসসিও) বৈঠক উপলক্ষে এই আমন্ত্রণ। তবে মোদি এই আমন্ত্রণে সাড়া দেবেন কি না, সেই বিষয়ে এখনও দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, আগামী ১৫ এবং ১৬ অক্টোবর ইসলামাবাদে এসসিও বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এ উপলক্ষে এসসিও’র অন্তর্ভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মুমতাজ জাহরা জানান, অনেক দেশ এই আমন্ত্রণ গ্রহণ করেছে। তবে ভারতের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ সময় তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো বাণিজ্যিক সম্পর্ক না থাকার বিষয়টি উল্লেখ করেন।

গত বছর এসসিও’র একটি সম্মেলন হয়েছিল ভারতের গোয়াতে। সে সময় আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তাঁর প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তাই দিল্লিও কি এবার কোনো প্রতিনিধি পাঠাবে, না–কি স্বয়ং প্রধানমন্ত্রী মোদি যাবেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় এর আগে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২৪তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চলতি বছর জুলাই মাসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধিত্ব করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর ২০২৩ সালে এসসিও সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিল ভারত।

নিউজটি শেয়ার করুন

ভারতের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানাল পাকিস্তান

আপডেট সময় : ০১:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্য ডন জানায়, আগামী অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই কো–অপারেশন অর্গারাইজেশনের (এসসিও) বৈঠক উপলক্ষে এই আমন্ত্রণ। তবে মোদি এই আমন্ত্রণে সাড়া দেবেন কি না, সেই বিষয়ে এখনও দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, আগামী ১৫ এবং ১৬ অক্টোবর ইসলামাবাদে এসসিও বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এ উপলক্ষে এসসিও’র অন্তর্ভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মুমতাজ জাহরা জানান, অনেক দেশ এই আমন্ত্রণ গ্রহণ করেছে। তবে ভারতের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ সময় তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো বাণিজ্যিক সম্পর্ক না থাকার বিষয়টি উল্লেখ করেন।

গত বছর এসসিও’র একটি সম্মেলন হয়েছিল ভারতের গোয়াতে। সে সময় আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তাঁর প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তাই দিল্লিও কি এবার কোনো প্রতিনিধি পাঠাবে, না–কি স্বয়ং প্রধানমন্ত্রী মোদি যাবেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় এর আগে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২৪তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চলতি বছর জুলাই মাসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধিত্ব করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর ২০২৩ সালে এসসিও সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিল ভারত।