ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অভিষেকে ৭ উইকেট নিয়ে রেকর্ড ১৬ বছর বয়সী ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়স সবে ১৬ পেরিয়েছে। যে সময় বই-খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সে বয়সে কিনা দারুণ সব কীর্তি গড়ে রেকর্ড বইয়ে নাম তুলছেন ফারহান আহমেদ। নামটা অপরিচিত মনে হতে পারে। ২০ বছর বয়সী ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদের ছোট ভাই ফারহান আহমেদ। বড় ভাইয়ের মতো তিনিও স্পিনার, তবে ফারহান অফ স্পিন করেন।

গত বৃহস্পতিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ‘ডিভিশন ওয়ান’-এর ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে অভিষেক হয় ফারহানের। সেদিন তাঁর বয়স ছিল ১৬ বছর ১৮৯ দিন। প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে যান ফারহান।

সেখানেই শেষ নয়, প্রথম ইনিংসে ১৪০ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইনিংসে ৫ বার এর চেয়ে বেশি উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বোলার এখন ফারহান আহমেদ।

আগের রেকর্ডটা ছিল হামিদউল্লাহ কাদরির। ২০১৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন টু’র ম্যাচে গ্ল্যামরগনের বিপক্ষে ডার্বিশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ৬০ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন হামিদউল্লাহ। ওই ম্যাচ শুরুর দিন তার বয়স ছিল ১৬ বছর ২০৩ দিন। ট্রেন্টব্রিজে সে রেকর্ডটিকে অতীত বানিয়ে দিলেন ফারহান।

ট্রেন্টব্রিজে গত বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের পুরোটা ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৯ রান করে সারে। এরমধ্যে চারটি উইকেটই ফারহানের। দ্বিতীয় দিন আরও তিনটি উইকেট নেন তিনি। ফারহানের তোপ সত্ত্বেও ররি বার্নস (১৬১) ও সাই সুদর্শনের (১০৫) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫২৫ রানের সংগ্রহ পায় সারে। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৪৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ফারহানের নটিংহ্যামশায়ার।

কাউন্টিতে এটাই প্রথম ম্যাচ হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে আরও একটি ম্যাচ খেলেছেন ফারহান। বর্তমানে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলা শ্রীলঙ্কার বিপক্ষে গত ১৪ আগস্ট ইংল্যান্ড লায়ন্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। সে ম্যাচের কেবল দ্বিতীয় ইনিংসে বোলিং করে ৮৭ রানে ৩ উইকেট নেন ১৬ বছর বয়সী এ অফস্পিনার। ম্যাচটা ইংল্যান্ড লায়ন্স জিতেছিল ৭ উইকেটে।

নিউজটি শেয়ার করুন

অভিষেকে ৭ উইকেট নিয়ে রেকর্ড ১৬ বছর বয়সী ক্রিকেটারের

আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

বয়স সবে ১৬ পেরিয়েছে। যে সময় বই-খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সে বয়সে কিনা দারুণ সব কীর্তি গড়ে রেকর্ড বইয়ে নাম তুলছেন ফারহান আহমেদ। নামটা অপরিচিত মনে হতে পারে। ২০ বছর বয়সী ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদের ছোট ভাই ফারহান আহমেদ। বড় ভাইয়ের মতো তিনিও স্পিনার, তবে ফারহান অফ স্পিন করেন।

গত বৃহস্পতিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ‘ডিভিশন ওয়ান’-এর ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে অভিষেক হয় ফারহানের। সেদিন তাঁর বয়স ছিল ১৬ বছর ১৮৯ দিন। প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে যান ফারহান।

সেখানেই শেষ নয়, প্রথম ইনিংসে ১৪০ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইনিংসে ৫ বার এর চেয়ে বেশি উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বোলার এখন ফারহান আহমেদ।

আগের রেকর্ডটা ছিল হামিদউল্লাহ কাদরির। ২০১৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন টু’র ম্যাচে গ্ল্যামরগনের বিপক্ষে ডার্বিশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ৬০ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন হামিদউল্লাহ। ওই ম্যাচ শুরুর দিন তার বয়স ছিল ১৬ বছর ২০৩ দিন। ট্রেন্টব্রিজে সে রেকর্ডটিকে অতীত বানিয়ে দিলেন ফারহান।

ট্রেন্টব্রিজে গত বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের পুরোটা ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৯ রান করে সারে। এরমধ্যে চারটি উইকেটই ফারহানের। দ্বিতীয় দিন আরও তিনটি উইকেট নেন তিনি। ফারহানের তোপ সত্ত্বেও ররি বার্নস (১৬১) ও সাই সুদর্শনের (১০৫) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫২৫ রানের সংগ্রহ পায় সারে। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৪৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ফারহানের নটিংহ্যামশায়ার।

কাউন্টিতে এটাই প্রথম ম্যাচ হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে আরও একটি ম্যাচ খেলেছেন ফারহান। বর্তমানে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলা শ্রীলঙ্কার বিপক্ষে গত ১৪ আগস্ট ইংল্যান্ড লায়ন্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। সে ম্যাচের কেবল দ্বিতীয় ইনিংসে বোলিং করে ৮৭ রানে ৩ উইকেট নেন ১৬ বছর বয়সী এ অফস্পিনার। ম্যাচটা ইংল্যান্ড লায়ন্স জিতেছিল ৭ উইকেটে।