জেনিনে অভিযান চালাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী
- আপডেট সময় : ০২:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯৪ বার পড়া হয়েছে
অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চালাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। আক্রমণের চতুর্থ দিন প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে এলাকাটি। সেখানে খাবার, পানি ও ওষুধ সামগ্রী ঢুকতে দিচ্ছে না সেনারা। শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের জন্য সাহায্য বন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনারা।
গত বুধবার ইসরাইলি সেনারা সাঁজোয়া যান, ড্রোন এবং বুলডোজার নিয়ে জেনিন, তুলকারেম এবং তুবাসে একযোগে অভিযান শুরু করে।
জেনিন থেকে আল জাজিরার রিপোর্টার বলেছেন, জেনিন একটি ভূতের শহরে পরিণত হয়েছে। সব দোকানপাট বন্ধ। কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সবচেয়ে বড় সামরিক অভিযানে অন্তত ২০ জন নিহত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি, পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ আক্রমণ প্রতিরোধ করতে অভিযান চালাচ্ছে তারা। এ সময় ২০ ফিলিন্তিনি যোদ্ধাকে হত্যা ও ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
ফিলিস্তিনি বাসিন্দারা বলছেন, ইসরাইলি সামরিক আগ্রাসনের ফলে অবকাঠামো, রাস্তা, পানি এবং বিদ্যুৎ সুবিধাগুলো ধ্বংস হয়ে গেছে।