২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে ভাঙচুরের মামলায় চার্জশিটভুক্ত ৮০ জন আসামিকে মামলার বিচারিক কার্যক্রম সমাপ্তি শেষে খালাস দেয়া হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামি হলেন বিএনপির উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ৮০ জন আসামিকে খালাস দেন ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক তোফাজ্জল হোসেনের আদালত।
মামলা পরিচালনাকারী আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, দীর্ঘদিন আইনগত কার্যক্রম পরিচালনা করে সাক্ষীদের সঠিকভাবে জবানবন্দির মাধ্যমে উক্ত মামলা থেকে খালাস দিতে সামর্থ্য হয়েছি। আমরা মনে করি, ন্যায় বিচার পেয়েছি।