সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ফের রিমান্ডে
- আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপির দুই নেতাকর্মী হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের পরির্দশক আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আড়াইহাজারের শফিক ও বাবুল মিয়া নামে আলাদা দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরকে জিজ্ঞেসাবাদের জন্য ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুটি মামলায় পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে মঞ্জুরের পরপরই তাকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে। মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের পর তাকে পুনরায় আদালতে তোলা হবে।
মামলায় উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করায় সাবেক প্রথমমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবুর নির্দেশ মামলার অন্য আসামিরা গত ৫ আগস্ট আড়াইহাজার উপজেলা বালুয়াকান্দি গ্রামের বাড়ির সামনে শফিকুল ইসলাম শফিককে কুপিয়ে হত্যা করে। একই মামলার আসামিদের নির্দেশ একই দিন ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজারে বাবুল মিয়া নামে আরেকজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। দুটি ঘটনাতে নিহতের স্বজনেরা বাদী হয়ে হত্যা মামলা করেন।
গোলাম দস্তগীরের আইনজীবী জসিদ উদ্দিন বলেন, গোলাম দস্তগীর গাজীকে নির্দোষ দাবি করে এই মামলাগুলোতে জামিনের প্রার্থনা করা হয়। তবে আদালত তাকে জামিন না দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকা শান্তিনগর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপগঞ্জে গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে ছয় দিনের রিমান্ড নেয় পুলিশ। এরপর রিমান্ড শেষে তাকে নারায়ণগঞ্জের কারাগারে নেওয়া হয়।