সাভার-আশুলিয়ায় একাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০৪:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
পোশাক শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে এরইমধ্যে দুটি এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার সকাল ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে জিএবি লিমিটেডসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
জিএবি লিমিটেডের শ্রমিকদের অভিযোগ, তারা মালিকপক্ষের কাছে আগেই কিছু ‘যৌক্তিক’ দাবি উপস্থাপন করেছিলো। কিন্তু কর্তৃপক্ষ সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে তারা আজ মাঠে নেমেছেন। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম গনমাধ্যমকে জানান, এই মুহূর্তে সেখানে জিএবি লিমিটেডসহ স্নোটেক্স, স্টারলিং গ্রুপ, নাসা অ্যাপারেন্স ও একমি এগ্রোভেট অ্যান্ড কনজ্যুমারস লিমিটেডের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে।
শ্রমিকদের দাবির বিষয়ে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, শ্রমিকদের দাবিগুলো একেক জায়গায় একেক রকম। কিছু অভিন্ন দাবির মধ্যে আছে- হাজিরা বোনাস ও টিফিন বাবদ অর্থ দেওয়া, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, উচ্ছৃঙ্খল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা ইত্যাদি। আবার স্নোটেক্স কারখানায় অসন্তোষ তৈরি হয়েছে নিয়োগ নিয়ে।
মালিকপক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না জানিয়ে সারোয়ার আলম বলেন, শ্রমিকরাও আমাদের কথা শুনছে না। মালিকপক্ষের উচিত শ্রমিকদের সঙ্গে বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনায় বসে বিক্ষোভ সামাল দেওয়া।