নেপালে হবে নারী সাফ ফুটবল
- আপডেট সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাঠমান্ডু থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল বাংলাদেশ। এবারের আসরও হবে একই মাঠে, আগামী অক্টোবরে। শিরোপা ধরে রাখার মিশনে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত ও পাকিস্তান।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছে। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২০ অক্টোবর নেপালের দশরথ স্টেডিয়ামে বিকেল ৫:৪৫ মিনিটে হবে ম্যাচটি। ২৩ তারিখ একই ভেন্যুতে ভারতের বিপক্ষে খেলবেন সাবিনা-মারিয়ারা।
গত আসরেও ভারত-পাকিস্তানের গ্রুপে ছিল বাংলাদেশ। সেবার গ্রুপের তিনটি ম্যাচই জিতে সেমিতে উঠেছিল সাবিনা খাতুনরা। শেষ চারে ভুটানকে উড়িয়ে ফাইনালে নেপালকে বিষাদে ডুবিয়ে প্রথমবার শিরোপা জয় করে বাংলাদেশ।
এবার দুই গ্রুপের সেরা চার দল যাবে সেমিতে। ‘এ’ গ্রুপ তিন দলের হওয়ায় বাংলাদেশের সেমির রাস্তা সহজই বলা যায়। পাকিস্তান তুলনামূলক দুর্বল দল। তাদেরকে হারাতে পারলে পথ পরিষ্কার হয়ে যেতে পারে। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।
আগামী ১৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট।