বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল ঢাকায় পা রেখেছেন নতুন কোচ ফিল সিমন্স বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা সনাতন ধর্মাবলম্বীদের আজ লক্ষ্মীপূজা রাষ্ট্রীয়ভাবে বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস ‘সুষ্ঠু নির্বাচনের জন্যই ড. ইউনূসের সরকারকে ক্ষমতায় বসানো’ গণহত্যায় জড়িত সাংবাদিকরাও ছাড় পাবে না: আসিফ নজরুল ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৮ জন ভর্তি বৃহস্পতিবার থেকে শুরু হবে ট্রাইব্যুনালের বিচার কাজ আবারও দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা ডিমের নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর সরকার ব্যবসায়িক পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নিয়েছে: প্রধান উপদেষ্টা আরও একবছর চাপে থাকবে বাংলাদেশের অর্থনীতি- বিশ্ব ব্যাংক ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ভর্তুকি মূল্যে কৃষিপণ্য: ডিমের ডজন ১৩০, আলুর কেজি ৩০ জুলাই-আগস্টে আহতের চাকরি দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা দিনাজপুরের ২০ কলেজে পাস করেনি কেউ হাথুরুসিংহেকে অব্যাহতি, নতুন কোচ ফিল সিমন্স এজলাসে অঝোরে কাঁদলেন ড. আব্দুর রাজ্জাক ১৬ বছরে দেশের ক্ষতি ঠিক করতে ১০ বছর লাগবে: উপদেষ্টা আসিফ

নেইমারকে ফেরাতে ব্রাজিলেরই একজনকে বাদ দেবে আল হিলাল?

স্পোর্টস ডেস্ক / ২৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
নেইমারকে ফেরাতে ব্রাজিলেরই একজনকে বাদ দেবে আল হিলাল?
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চোট আর নেইমার জুনিয়র একে অপরের সমার্থক বললেও বোধহয় খুব বেশি ভুল হবে না। ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই চোটকে সঙ্গী করে টেনেছেন ব্রাজিলিয়ান তারকা। চোট সঙ্গে নিয়েই গত বছরের আগস্টে ফরাসি ক্লাব পারি সাঁ জার্মেই ছেড়ে নাম লেখান সৌদি ক্লাব আল হিলালে। সেরে ওঠার পর গত বছরের আগস্টে সৌদি ক্লাবটির জার্সিতে অভিষেকও হয়ে যায় নেইমারের। কিন্তু বেশিদিন আর খেলতে পারলেন কোথায়? নতুন ক্লাবের হয়ে মাত্র ৫ ম্যাচ খেলেই আবারও পড়েন চোটের কবলে।

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় নেইমারের। সেই যে মাঠের বাইরে গেলেন, এরপর দশ মাস পেরিয়ে গেলেও নেইমারকে আর মাঠে দেখা যায়নি। পুনর্বাসনে থাকা নেইমার পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান তারকাকে সৌদি প্রো লিগে নিবন্ধনই করেনি আল হিলাল।

তবে সৌদি সংবাদমাধ্যম আররিয়াদিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চোট থেকে সেরে উঠেছেন নেইমার। খুব শিগগির মাঠেও দেখা যাবে ব্রাজিলের সাবেক অধিনায়ককে। ২০২৪ সালের মধ্যেই নেইমারকে মাঠে পেতে আল হিলাল সৌদি প্রো লিগে নেইমারের নিবন্ধন প্রক্রিয়াও সম্পন্ন করবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে সে পথে একটা ‘কিন্তু’ আছে – নেইমারকে নিবন্ধন করাতে ব্রাজিলেরই লেফটব্যাক রেনান লোদিকে তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা আল হিলালের, এমনই জানাচ্ছে আররিয়াদিয়া।

সৌদি লিগের নিয়মানুসারে, প্রতিটা ক্লাব এক মৌসুমে সর্বোচ্চ ১০জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে, তবে এর মধ্যে দুইজনের বয়স হতে হবে ২১ বা তার কম (২০০৩ সাল বা তার আগে জন্ম নেওয়া খেলোয়াড়)। অর্থাৎ, বয়সের সীমা নির্দিষ্ট করা নেই, এমন বিদেশি খেলোয়াড় রাখা যাবে ৮ জন।

নেইমারকে নিয়ে আল হিলালের বিদেশি খেলোয়াড় ১০ জনই, তবে এর মধ্যে ২১ বছর বা তার কম বয়সী শুধু একজন। সর্বশেষ দলবদলে জোয়াও কানসেলোকে (৩০ বছর) দলে টেনেছে ক্লাবটি। এর পাশাপাশি গোলকিপার ইয়াসিন বুনু (৩৩) , রক্ষণে কালিদু কুলিবালি (৩৩), রেনান লোদি (২৬), মাঝমাঠে রুবেন নেভেস (২৭), সের্গেই মিলিঙ্কোভিচ-সাভিচ (২৯), আক্রমণে নেইমার (৩২), ব্রাজিলেরই মালকম (২৭), মার্কোস লিওনার্দো (২১) আর সার্বিয়ার আলেক্সান্দার মিত্রোভিচ (২৯) আছেন।

সে কারণে নেইমারকে এ মৌসুমে আল হিলালে খেলতে হলে ২১-এর বেশি বয়সী আটজনের মধ্যে কারও নিবন্ধন বাতিল করতে হবে। সৌদি সংবাদমাধ্যম আররিয়াদিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, নেইমারকে জায়গা দিতে নিবন্ধন রেনান লোদির নিবন্ধন বাতিল করতে পারে হিলাল। আতলেতিকো মাদ্রিদে লেফট ব্যাককে বিক্রি করতে অথবা ধারে কোথাও পাঠাতে গত কিছুদিনে বেশ চেষ্টা করেছে আল হিলাল, কিন্তু গতকাল সৌদি দলবদল মৌসুম শেষ হওয়ার আগে সেটা সম্ভব হয়নি।

ক্লাবের সঙ্গে সম্পৃক্ত কাউকে ‘সূত্র’ জানিয়ে আররিয়াদিয়া লিখেছে, ২০২৪ সালের মধ্যে নেইমারকে মাঠে ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যাওয়ায় এখন লোদিকে নিবন্ধন না করিয়ে নেইমারকে নিবন্ধন করাবে আল হিলাল। লেফটব্যাকে লোদির বিকল্প থাকাও এই সিদ্ধান্তের পেছনে একটা কারণ হতে পারে। এই মৌসুমে দলে যোগ দেওয়া কানসেলো রাইটব্যাক ও লেফটব্যাক দুই পজিশনেই স্বচ্ছন্দ, পাশাপাশি এই মৌসুমে সৌদি লেফটব্যাক মুতাব আল-হারবিকেও দলে টেনেছে আল হিলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ