ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উড়োজাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

- আপডেট সময় : ০১:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯৪ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি উড়োজাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্যালকন ৯০০-ইএক্স মডেলের বিমানটি ডমিনিকান রিপাবলিক থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে স্থানান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ক্রয় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উড়োজাহাজটি অবৈধভাবে ১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে কেনা হয়েছিল। এরপর এটি যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। তবে কীভাবে উড়োজাহাজটি ডমিনিকান রিপাবলিকে গিয়েছিল, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষদিকে ও ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে উড়োজাহাজটি কিনেছিলেন বলে মার্কিন কর্মকর্তারা তদন্তে জানতে পেরেছেন। কর্মকর্তারা বলেন, নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন ওই ব্যক্তিরা।
মার্কিন কর্মকর্তারা আরও বলেন, ‘গত বছর উড়োজাহাজটি অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় রপ্তানি করা হয়।’
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভেনেজুয়ালায় অপশাসনের বিষয়টি নিকোলাস মাদুরো যেন উপলব্ধি করতে পারেন সেটি নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
উড়োজাহাজটি নিকোলাস মাদুরো ব্যবহার করতেন বলে নিশ্চিত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে ভেনেজুয়েলা বলেছে, উড়োজাহাজ জব্দ করার বিষয়টি জলদস্যুতা ছাড়া আর কিছুই নয়। এটি যুক্তরাষ্ট্রের অবৈধ ও অপরাধমূলক অনুশীলনেরই বহিঃপ্রকাশ।