ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্তির নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) এই আদেশ দেন তিনি। সাজাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে এই আদেশে।

সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে দেশটিতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন ৫৭ জন বাংলাদেশি প্রবাসী। এদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

এদিকে এটিকে কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক প্রবাসী বাংলাদেশিদের ছাড়া পাওয়া কূটনৈতিক সফলতা। আমরা চাই প্রবাসীরা যেন কোনভাবেই ভোগান্তিতে না পড়ে। আমরা চাইবো ঢাকা থেকে যাবার সময় থেকেই যেন তারা কোন সমস্যায় না পরেন। ওখানে যাবার পরেও যেন কোন সমস্যা না হয় সেটাও চেষ্টা করা হবে।

এই মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড এর নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে জানান এই উপদেষ্টা। জানান, ‘প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বিষয়গুলোই নিয়েই আলোচনা হবে। দু’দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে কথা হবে।’

নিউজটি শেয়ার করুন

আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্তির নির্দেশ

আপডেট সময় : ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) এই আদেশ দেন তিনি। সাজাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে এই আদেশে।

সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে দেশটিতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন ৫৭ জন বাংলাদেশি প্রবাসী। এদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

এদিকে এটিকে কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক প্রবাসী বাংলাদেশিদের ছাড়া পাওয়া কূটনৈতিক সফলতা। আমরা চাই প্রবাসীরা যেন কোনভাবেই ভোগান্তিতে না পড়ে। আমরা চাইবো ঢাকা থেকে যাবার সময় থেকেই যেন তারা কোন সমস্যায় না পরেন। ওখানে যাবার পরেও যেন কোন সমস্যা না হয় সেটাও চেষ্টা করা হবে।

এই মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড এর নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে জানান এই উপদেষ্টা। জানান, ‘প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বিষয়গুলোই নিয়েই আলোচনা হবে। দু’দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে কথা হবে।’