পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় রাষ্ট্রপতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৪০২ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ক্রিকেটের সব ফরম্যাটেই এই জয়ের ধারা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছিল বাংলাদেম। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় তুলে নিয়ে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা।