উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প কারখানার নিরাপত্তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। আজ মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যুমনায় তার সঙ্গে দেখা করে এই নিরাপত্তা চান।
ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেন।
এ সময় সাম্প্রতিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের বিষয়টি প্রধান উপদেষ্টার নজর আনেন তারা। শিল্প প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আহবান জানান ব্যবসায়ী নেতারা।
বৈঠকের পর প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন মাহবুবুর রহমান।
তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তাদের আশ্বাস দিয়েছেন।