০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কাল সারাদেশে শহীদি মার্চ করবে ছাত্র-জনতা: সারজিস

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়া উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) শহীদদের স্মরণে শহীদি মার্চ করবে ছাত্র-জনতা। এদিন বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হবে শহীদি মার্চ। মিছিল সংসদ ভবন পর্যন্ত গিয়ে ঘুরে শেষ হবে শহীদ মিনারে।

আজ (বুধবার, ৪ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এসময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সারজিস বলেন, ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় আগামীকাল ছাত্র-জনতা শহীদি মার্চ করবে।’

তিনি বলেন, ‘বিজয় মিছিল করার সময় এখনও হয়নি। আমরা আর কোন স্বৈরাচার সরকারকে মেনে নিবো না।’

সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক তারেক ইসলাম বলেন, ‘আন্দোলনে ১৭ হাজার ৯২৬ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন, যার ১৫ হাজারই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাবে ৬১৭ জন মারা গেছেন। পঙ্গু হয়েছেন ২০০ এর অধিক।’

৭ জন গুরুতর আহত ছাত্রকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এ সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক দল করবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনগণ নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটা আমাদের প্রশ্ন। জনগণকে প্রশ্ন করার অনুরোধ।’

কাল সারাদেশে শহীদি মার্চ করবে ছাত্র-জনতা: সারজিস

আপডেট : ০৬:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়া উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) শহীদদের স্মরণে শহীদি মার্চ করবে ছাত্র-জনতা। এদিন বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হবে শহীদি মার্চ। মিছিল সংসদ ভবন পর্যন্ত গিয়ে ঘুরে শেষ হবে শহীদ মিনারে।

আজ (বুধবার, ৪ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এসময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সারজিস বলেন, ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় আগামীকাল ছাত্র-জনতা শহীদি মার্চ করবে।’

তিনি বলেন, ‘বিজয় মিছিল করার সময় এখনও হয়নি। আমরা আর কোন স্বৈরাচার সরকারকে মেনে নিবো না।’

সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক তারেক ইসলাম বলেন, ‘আন্দোলনে ১৭ হাজার ৯২৬ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন, যার ১৫ হাজারই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাবে ৬১৭ জন মারা গেছেন। পঙ্গু হয়েছেন ২০০ এর অধিক।’

৭ জন গুরুতর আহত ছাত্রকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এ সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক দল করবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনগণ নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটা আমাদের প্রশ্ন। জনগণকে প্রশ্ন করার অনুরোধ।’