নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামি শামীম ওসমান, আইভী
- আপডেট সময় : ০৫:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল ইসলাম নামে এক গার্মেন্টসকর্মী নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলায় ১৩০ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে, আন্দোলনে সৈয়দ মোস্তফা কামাল রাজু নিহত হওয়ার ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। নিহতের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে হামলা ও গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় এ পর্যন্ত নারায়ণগঞ্জে ৩২টি মামলা হওয়া খবর নিশ্চিত হওয়া গেছে। সিদ্ধিরগঞ্জ থানায় এ দুটি মামলা ছাড়াও এর আগে আরো নয়টি মামলা দায়ের করা হয়েছে।
এরমধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুইটি, ফতুল্লা থানায় আটটি,সোনারগাঁও থানায় চারটি, আড়াইহাজার থানায় চারটি ও রূপগঞ্জ থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ২৪ আগস্ট ঢাকা থেকে গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।