চলছে বন্যা দূর্গত এলাকায় সিআইএস ও এ-প্যাডের স্বাস্থ্যসেবা
- আপডেট সময় : ০৫:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি, এ-প্যাড বাংলাদেশ, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এবং ডিএইচইএম ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশের ফেনী ও কুমিল্লা জেলার ১৫০০ বন্যা দূর্গত মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা ঔষুধ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
গত ৩১ আগষ্ট থেকে বাংলাদেশের পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্বঞ্চলীয় জেলাগুলির বন্যা পরিস্থিতির ব্যাপক বিপযয় সৃষ্টির সাথে সাথেই সিআইএস ও এ-প্যাড বাংলাদেশ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠিকে জরুরী খাদ্য এবং স্বাস্থ্যসেবা প্রদান করছে ।এরই ধারাবাহিকতায়,সিআইএস,এ-প্যাড,ডিএইচইএম ফাউন্ডেশন এবং ডিসিএইচ ট্রাস্ট ফেনী ও কুমিল্লা জেলায় বন্যা দূর্গত মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে। যা বর্তমানে চলমান আছে।
এদিকে, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট যৌথভাবে ফেনী ও কুমিল্লা জেলায় ১৫০০ বন্যা দূর্গত মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। ১০ জন ডাক্তারসহ ১৬ জনের একটি স্বাস্থ্যসেবা প্রদানকারী দল দিনব্যাপী সকল বয়সের বন্যা দূর্গত মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে প্রয়েজনীয় জরুরী ঔষুধ বিতরণ করা হচ্ছে।
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্য ঔষুধ বিতারণ অব্যাহত থাকবে ।