ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসসহ ১০-১২টি যানবাহনের সংঘর্ষ: শ্রীনগর হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু, আহত ১৪; ক্ষতিগ্রস্ত যানবাহন সরানোর কাজ চলছে, শুরু হয়েছে যান চলাচল :::: ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌপথে সুন্দরবন-১২ ও প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, বেশ কয়েকজন আহত :::: ঘন কুয়াশায় পদ্মাসেতুর জাজিরা প্রান্তে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ১ :::: ব্রিটেনে মার্কিন রাষ্ট্রদূত পদে মার্ক বার্নেটকে মনোনীত করলেন ডোনাল্ড ট্রাম্প :::: ইসরাইলে মিসাইল হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের রাজধানী সানার হুথি নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন সেনাবাহিনীর অভিযান :::: অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৪১ রানে হারলো বাংলাদেশ

ইউক্রেনের চার মন্ত্রীর পদত্যাগ, সরকারে আসছে বড় রদবদল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের সরকারে বড় রদবদল আসছে। দেশের অস্ত্র উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। আরও বড় দায়িত্ব দেয়া হবে এমন আভাস থেকেই বর্তমান পদ ছেড়েছেন তিনি। সবমিলিয়ে তিনিসহ চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন। খবর রয়টার্সের।

কৌশলগত শিল্পমন্ত্রী ওলেক্সান্ডার কামিশিন, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, বিচারমন্ত্রী এবং পরিবেশ ও পুনঃএকত্রীকরণ মন্ত্রীদের পদত্যাগের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা।

মঙ্গলবার নিজের সন্ধ্যাকালীন ভাষণে জেলেনস্কি বলেন, শরতকালটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইউক্রেন যেন প্রয়োজনীয় সব ফলাফল অর্জন করতে পারে সে জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে হবে। এ জন্য আমাদের অবশ্যই সরকারের কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং কিছু রদবদল করতে হবে। প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আসবে।

এছাড়া প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রি অনুসারে, জেলেনস্কি তার ডেপুটি চিফ অফ স্টাফদের মধ্যে রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত করেছেন। তিনি অর্থনীতির দেখভাল করতেন।

জেলেনস্কির দলের সিনিয়র আইনপ্রণেতা ডেভিড আরাখামিয়া বলেছেন, সরকারে বড় ধরনের রদবদল আনা হবে। এর ফলে অর্ধেকের বেশি মন্ত্রীর দপ্তর বদল হবে। তিনি বলেন, আগামীকাল বরখাস্তের একটি দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আর পরশু হবে নিয়োগের দিন।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের চার মন্ত্রীর পদত্যাগ, সরকারে আসছে বড় রদবদল

আপডেট সময় : ০৫:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের সরকারে বড় রদবদল আসছে। দেশের অস্ত্র উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। আরও বড় দায়িত্ব দেয়া হবে এমন আভাস থেকেই বর্তমান পদ ছেড়েছেন তিনি। সবমিলিয়ে তিনিসহ চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন। খবর রয়টার্সের।

কৌশলগত শিল্পমন্ত্রী ওলেক্সান্ডার কামিশিন, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, বিচারমন্ত্রী এবং পরিবেশ ও পুনঃএকত্রীকরণ মন্ত্রীদের পদত্যাগের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা।

মঙ্গলবার নিজের সন্ধ্যাকালীন ভাষণে জেলেনস্কি বলেন, শরতকালটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইউক্রেন যেন প্রয়োজনীয় সব ফলাফল অর্জন করতে পারে সে জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে হবে। এ জন্য আমাদের অবশ্যই সরকারের কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং কিছু রদবদল করতে হবে। প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আসবে।

এছাড়া প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রি অনুসারে, জেলেনস্কি তার ডেপুটি চিফ অফ স্টাফদের মধ্যে রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত করেছেন। তিনি অর্থনীতির দেখভাল করতেন।

জেলেনস্কির দলের সিনিয়র আইনপ্রণেতা ডেভিড আরাখামিয়া বলেছেন, সরকারে বড় ধরনের রদবদল আনা হবে। এর ফলে অর্ধেকের বেশি মন্ত্রীর দপ্তর বদল হবে। তিনি বলেন, আগামীকাল বরখাস্তের একটি দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আর পরশু হবে নিয়োগের দিন।