বিসিবি পরিচালকের পদ থেকে দুর্জয়ের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৪০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়। বুধবার ই-মেলের মাধ্যেমে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান বোর্ডকে। একই সাথে বিসিবির হাই পারফরম্যান্সের কমিটির দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিবির কার্যক্রমের সাথে নাঈমুর রহমান দুর্জয়ের সম্পৃক্ততা ছিলো না। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়।