ব্রুনাই সফরে মোদি, পরিদর্শন করলেন ঐতিহাসিক মসজিদ
- আপডেট সময় : ০৫:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
দুই দিনের সফরে এখন ব্রুনাই অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার তিনি ব্রুনাইয়ের ঐতিহাসিক ওমর আলী সাইফুদ্দিন মসজিদ পরিদর্শন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার ব্রুনাই পৌঁছেছেন মোদি। আজ বিখ্যাত এ মসজিদ পরিদর্শনের আগে ব্রুনাইয়ে ভারতীয় দুতাবাসের একটি নতুন ভবন উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
এরপর সেখানকার স্থানীয় কর্মকর্তা, পণ্ডিত ও সেখানে থাকা বিপুল সংখ্যক ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন নরেন্দ্র মোদি।
ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার পিতার নামানুসারে এই ঐতিহাসিক মসজিদটির নামকরণ করা হয়েছে— ‘ওমর আলী সাইফুদ্দিন মসজিদ’। ওমর আলী সাইফুদ্দিন ছিলেন ব্রুনাইয়ের ২৮তম সুলতান। তাঁকে আধুনিক ব্রুনাইয়ের স্থপতি বলা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক দিক থেকে ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রুনাই সফরে যাওয়ার আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘ভারত ও ব্রুনাইয়ের কূটনৈতিক সম্পর্কের বয়স ৪০ বছর। হাজি হাসানাল বলকিয়া ও রাজপরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বৈঠকের জন্য উদগ্রীব হয়ে আছি। আমাদের ঐতিহাসিক সম্পর্ক নিঃসন্দেহে অন্য উচ্চতায় পৌঁছাবে।
আজ ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, কূটনৈতিক আলোচনার পাশাপাশি ভারত এবং ব্রুনাইয়ের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, মহাকাশ প্রযুক্তি সহায়তা-সহ নানা বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ব্রুনাইয়ের পাশাপাশি সিঙ্গাপুরেও একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।