০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা-কাদের-কামালসহ ১৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট : ০১:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮ দেখেছেন

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক এমপি জাতীয় পার্টি নেতা মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ১৬২ জনের নাম বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০০ জনকে। গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় গুলিতে নিহত হন শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। তিনি ছাগল নাইয়া আবদুল হক ডিগ্রি কলেজের অনার্স ফল প্রার্থী শিক্ষার্থী ছিলেন।

গত মঙ্গলবার নিহত শিক্ষার্থীর ভাই মো. মাহমুদুল হাসান অভিযোগ দেন। আজ বৃহস্পতিবার সকালে মামলা হিসেবে নথিভুক্ত করে ফেনী মডেল থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল আন্দোলনকারী ছাত্র-জনতা। অপরদিকে ট্রাংক রোডে অবস্থান নেয় আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায় একটি মিছিল নিয়ে আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ট্রাংক থেকে মহিপালের দিকে যায়। ওই মিছিল থেকে গুলি করতে করতে মহিপাল ফ্লাইওভারের দিকে এগোতে থাকে তারা। সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম।

ওসি মো. রুহুল আমিন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার ১৬২ জনের নামসহ অজ্ঞাত ৫০০ জনকে বিরুদ্ধে অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে।’

শেখ হাসিনা-কাদের-কামালসহ ১৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ০১:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক এমপি জাতীয় পার্টি নেতা মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ১৬২ জনের নাম বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০০ জনকে। গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় গুলিতে নিহত হন শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। তিনি ছাগল নাইয়া আবদুল হক ডিগ্রি কলেজের অনার্স ফল প্রার্থী শিক্ষার্থী ছিলেন।

গত মঙ্গলবার নিহত শিক্ষার্থীর ভাই মো. মাহমুদুল হাসান অভিযোগ দেন। আজ বৃহস্পতিবার সকালে মামলা হিসেবে নথিভুক্ত করে ফেনী মডেল থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল আন্দোলনকারী ছাত্র-জনতা। অপরদিকে ট্রাংক রোডে অবস্থান নেয় আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায় একটি মিছিল নিয়ে আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ট্রাংক থেকে মহিপালের দিকে যায়। ওই মিছিল থেকে গুলি করতে করতে মহিপাল ফ্লাইওভারের দিকে এগোতে থাকে তারা। সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম।

ওসি মো. রুহুল আমিন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার ১৬২ জনের নামসহ অজ্ঞাত ৫০০ জনকে বিরুদ্ধে অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে।’